শিরোনাম
আইসিটিইএবির নতুন কমিটি
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০১৯, ১৭:২২
আইসিটিইএবির নতুন কমিটি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

আইসিটি ইমপ্লয় অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইসিটিইএবি) ৯ সদস্যবিশিষ্ট নয়া কমিটি গঠিত হয়েছে।


কমিটিতে ইঞ্জি. এলাহান উদ্দিন সভাপতি ও এসএম মোয়াজ্জেমকে মহাসচিব করা হয়েছে।


সম্প্রতি রাজধানীর বনানীর স্টার কাবাব রেস্টুরেন্টে এ নতুন কমিটি গঠিত হয়। এ সময় ৯ সদস্যবিশিষ্ট কমিটি সব সদস্য উপস্থিত ছিলেন।


আইসিটিইএবির অন্য সদস্যরা হলেন- মো. মোস্তাফিজুর রহমান সোহাগ, সহসভাপতি (অ্যাডমিন), মো. আবু বকর সিদ্দিক, সহসভাপতি (ফিন্যান্স), সজল আহমেদ, সহসভাপতি (অ্যাকাডেমিক), তানভীর আহমেদ, যুগ্ম সচিব (অ্যাডমিন), আশফাকুর রহমান, যুগ্ম সচিব (ফিন্যান্স), ইঞ্জি. ওসমান গনি, যুগ্ম সচিব (অ্যাকাডেমিক), জিয়াউর রহমান (কোষাধ্যক্ষ)।


এ সময় বক্তব্যে সভাপতি ইঞ্জি. এলাহান উদ্দিন বলেন, ‘আইসিটিইএবি সরকারের সহযোগিতায় প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করবে এবং আইসিটি কর্মচারীদের সব সুযোগ-সুবিধা আদায়ের লক্ষ্যে কাজ করবে।’


এ সময় বক্তব্যে মহাসচিব এসএম মোয়াজ্জেম হোসেন বলেন, ‘বেসরকারি আইসিটি কর্মচারীদের সর্বনিম্ন বেতন (ডিপ্লোমা ইঞ্জিনিয়ার) সরকারি ১০ম গ্রেডের সমান ১৬ হাজার এবং বিএসসি ইঞ্জিনিয়ারদের সরকারি ৯ম গ্রেডের সমান ২২ হাজার টাকা করার দাবি জানাচ্ছি।’


বিবার্তা/উজ্জ্বল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com