শিরোনাম
কৃষকদের মাঝে
জনপ্রিয়তা লাভ করেছে পঞ্চগড়ে রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্র
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০১৯, ১৬:৪৩
জনপ্রিয়তা লাভ করেছে পঞ্চগড়ে রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্র
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

জেলার দেবীগঞ্জ উপজেলায় চলতি বোরো মৌসুমে মেশিনের সাহায্যে বোরো ধান রোপণে রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের ব্যবহার কৃষকদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে।


কৃষিতে বিজ্ঞানের এ অগ্রযাত্রা গ্রামের অজ্ঞাত কৃষকদের একদিকে করেছে হতবাক, অন্যদিকে জুগিয়েছে আনন্দ। আর তাই এলাকার নারী-পুরুষরা যন্ত্রের সাহায্যে ধান রোপণ করা দেখতে ছুটে এসেছে।


কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বুধবার দেবীগঞ্জ উপজেলা কৃষি বিভাগ রাইস ট্রান্সপ্লান্টার নামক যন্ত্রটি দিয়ে বোরো ধান রোপনের উপর শালডাঙ্গা ইউনিয়নের ঝান্ডাপাড়া গ্রামে মনিভুষনের জমিতে বোরো ধানের চারা রোপণে এ যন্ত্রের প্রদর্শন ও কৃষকদের নিয়ে মাঠ দিবসের আয়োজন করেন।


দেবীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল্লাহ -আল-মামুন বলেন, ‘রাইস ট্রান্সপ্লান্টারের সাহায্যে ধানের চারা রোপণের জন্য চারা উৎপাদনের কৌশল প্রচলিত পদ্ধতির চেয়ে কিছুটা ভিন্ন। এ যন্ত্রের মাধ্যমে ধানের চারা রোপণে খরচ ও শ্রমিক উভয়ে কম লাগে। একদিনে আট বিঘা জমিতে চারা লাগানো যায়। প্রতি বিঘা জমিতে যন্ত্রের সাহায্যে চারা রোপণে জ্বালানি হিসেবে আধা লিটার অকটেন দরকার হয়, চারাগুলো লাইন হয়ে লাগানোর ফলে ১৩ শতাংশ ফলন বৃদ্ধি পায়। বর্তমান সরকার কৃষির উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে রাইস ট্রন্সপ্লান্টার যন্ত্র ক্রয়ে কৃষকদের ৩০ শতাংশ টাকা ভর্তুকি দিচ্ছে।’


বিবার্তা/উজ্জ্বল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com