শিরোনাম
কুনপেং ৯২০ হুয়াওয়ের নতুন চিপসেট
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০১৯, ১২:০৫
কুনপেং ৯২০ হুয়াওয়ের নতুন চিপসেট
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

ডাটা সেন্টার এবং ক্লাউড কম্পিউটিংয়ের জন্য এআরএমভিত্তিক নতুন প্রসেসর কুনপেং ৯২০ বাজারে আনার ঘোষণা দিয়েছে হুয়াওয়ে।


প্রতিষ্ঠানটি জানিয়েছে, বিগ ডাটা, ডিস্ট্রিবিউটেড স্টোরেজ এবং এআরএমভিত্তিক বিভিন্ন অ্যাপের কম্পিউটিং ক্ষমতা বহুগুণে বৃদ্ধি করতে পারবে প্রসেসরটি।


এই সিপিইউ ডিজাইন করা হয়েছে হুয়াওয়ের ৭ ন্যানোমিটার প্রযুক্তিতে। এটি অ্যালগরিদম অপটিমাইজ অপশন ব্যবহার করে, ওপি ইউনিটের সংখ্যা বৃদ্ধি করে এবং মেমোরি সাবসিস্টেম আর্কিটেকচার উন্নত করে অত্যন্ত দ্রুতগতির প্রসেসিং ক্ষমতা নিশ্চিত করে।


প্রচলিত অন্যান্য সিপিইউর তুলনায় ২৫ শতাংশ বেশি দক্ষতার সাথে এবং ৩০ শতাংশ কম শক্তি খরচ করে প্রসেসরটি কাজ করতে পারে বলে দাবি করেছে হুয়াওয়ে।


এটি ২.৬ গিগাহার্জ ফ্রিকোয়েন্সিতে ৬৪ কোর ব্যবহার করে কাজ করে যা মোট ৬৪ জিবিপিএস ব্যান্ডউইথ প্রদান করতে পারে।


প্রসেসরটির ছাড়াও এটি দ্বারা পরিচালিত তাইশান সিরিজের সার্ভারও এনেছে হুয়াওয়ে। তাইশান ২০ শতাংশ উচ্চ কম্পিউটিং পারফরম্যান্স এবং অনেক কম বিদ্যুৎ খরচ করে বিভিন্ন প্রতিষ্ঠানকে সহায়তা প্রদান করবে বলে জানিয়েছে হুয়াওয়ে। সূত্র: ম্যাশেবল


বিবার্তা/উজ্জ্বল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com