শিরোনাম
স্মার্টফোন ও ট্যাব মেলা শুরু
প্রকাশ : ১০ জানুয়ারি ২০১৯, ১১:১৮
স্মার্টফোন ও ট্যাব মেলা শুরু
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

প্রযুক্তির সর্বশেষ মডেলের স্মার্টফোন ও ট্যাবলেট নিয়ে শুরু হয়েছে ‘স্মার্টাফোন ও ট্যাব এক্সপো’। তিন দিনব্যাপী এই মেলা চলবে শনিবার পর্যন্ত।


রাজধানীর আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে চলছে এই আয়োজন।


মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হবে বিকাল ৪টায়। এতে প্রধান অতিথি থাকবেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার। বিশেষ অতিথি হিসেবে থাকবেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।


আয়োজক প্রতিষ্ঠান এক্সপো মেকারের আয়োজনে এটি এগারোতম স্মার্টফোন ও ট্যাব মেলা।


ইতোমধ্যে বেশকিছু ব্র্যাণ্ড মেলায় তাদের অফারগুলো ঘোষণা করতে শুরু করেছে। যা তিন দিন পর্যন্ত অব্যাহত থাকবে।


এবারের মেলাতেও নামিদামি সব দেশি-বিদেশি স্মার্টফোন ব্র্যাণ্ড অংশ নিচ্ছে। সঙ্গে থাকছে ব্র্যাণ্ডগুলোর নানান ধরনের অফার।


মূল্যছাড়ের পাশাপাশি গিফট বক্স, র‍্যাফেল ড্র ও প্রতিযোগিতার ব্যবস্থা রাখছে ব্র্যাণ্ডগুলো। মেলায় বিশ্বখ্যাত সব ব্র্যান্ডের স্মার্টফোন ও ট্যাবলেট পাওয়া যাবে।


ইতোমধ্যে হুয়াওয়ে, স্যামসাং, টেকনো, ভিভো, উই, গোল্ডেনফিল্ড, মটোরোলা, নকিয়া, আইফোন, ইউসিসি, আইটেল, ইনফিনিক্স, ইউমিডিজি, ডিটেল, এডিএ, ম্যাক্সিমাস ও ই-কমার্স প্রতিষ্ঠান প্রিয়শপ ডটকমসহ বিভিন্ন ব্র্যান্ড ও প্রতিষ্ঠান অংশ নেবে।


মেলায় বেশ কিছু নতুন মডেলের স্মার্টফোন উন্মোচন করা হবে। পাওয়া যাবে মোবাইল অ্যাক্সেসরিজও।


মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উম্মুক্ত থাকবে।


মেলায় প্রবেশ ফি ২০ টাকা। শিক্ষার্থীরা আইডি কার্ড দেখিয়ে বিনামূল্যে প্রবেশ করতে পারবেন।


বিবার্তা/উজ্জ্বল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com