শিরোনাম
অ্যানড্রয়েড ওয়ানের লেটেস্ট প্ল্যাটফর্ম ‘মটোরোলাওয়ান’
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০১৯, ১৬:৪৭
অ্যানড্রয়েড ওয়ানের লেটেস্ট প্ল্যাটফর্ম ‘মটোরোলাওয়ান’
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

সব জল্পনা-কল্পনা অবসানের পর দেশের বাজারে এলো মটোরোলার নতুন স্মার্টফোন ‘মটোরোলাওয়ান’। অ্যানড্রয়েড ওয়ান-এর লেটেস্ট প্ল্যাটফর্ম এই ফোনটি।


আজ শনিবার থেকে শুধুমাত্র গেজেট অ্যান্ড গিয়ার এবং পিকাবো.কম-এ এই নতুন স্মার্টফোন পাওয়া যাবে।


গ্রাহকদের মতামত অনুযায়ী, মটোরোলা পণ্যের মানের বিষয়ে কোনো ছাড় দেয় না। পণ্যের মানের বিচারে ফোনটির যে দাম নির্ধারণ করা হয়েছে তাতে খুব শিগগিরই মটোরোলা হবে গ্রাহকদের সেরা পছন্দ।


ফোনটিতে কোয়ালকম স্নাপড্রাগন ৬২৫ চিপসেট ও অক্টাকোর প্রসেসর ব্যবহার করা হয়েছে। ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি রম। তবে ২৫৬ জিবি পর্যন্ত মেমরি বাড়ানো যাবে।


৫.৯ ইঞ্চির এইচডি প্লাস ম্যাক্স ভিশন নচ ডিসপ্লে। গঠনের দিক দিয়ে হ্যান্ডসেটটিকে বেস্ট হ্যান্ডি অথবা বেস্ট গ্রিপেল মোবাইল হিসেবে ব্যাখ্যা দেওয়া যায়।


এর সামনে ও পেছনে গরিলা গ্লাস ব্যবহার করার কারণে সহজেই প্রিমিয়াম দেখায়।


ফোনটিতে ১৩+২ মেগাপিক্সেলের ডুয়েল রেয়ার ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেলের ডেফথ সেন্সিং সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে।


এছাড়াও ক্যামেরায় সিনেমাগ্রাফ, স্পট কালার ইফেক্ট, ব্লার ব্যাকগ্রাউন্ড এর সাথে আপনার প্রতিটি মুহূর্ত হবে চমৎকার।


সাথে গুগল ল্যান্স সার্চ দিচ্ছে আপনাকে যেকোনো অবজেক্ট সার্চ করার স্বাধীনতা।


ফোনটি অ্যানড্রয়েড ওয়ান হওয়ায় অ্যানড্রয়েডের পরবর্তী দুটি আপডেট নিশ্চিত পাওয়া যাবে।


ফোনটিতে নন রিমুভেবল ৩০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যেটাতে ২০ মিনিট চার্জে ৬ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ আর সারাদিন ব্যবহারের জন্য একবার সম্পূর্ণ চার্জ দিলেই যথেষ্ট।


ফোনটির দাম নির্ধারণ করা হয়েছ ২৩ হাজার ৯৯০ টাকা।


বিবার্তা/উজ্জ্বল



সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com