শিরোনাম
স্বাস্থ্য সুরক্ষায় স্মার্টফোন অ্যাপ
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০১৯, ১১:৪২
স্বাস্থ্য সুরক্ষায় স্মার্টফোন অ্যাপ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বলা হয়ে থাকে স্বাস্থ্যই সকল সুখের মূল। কিন্তু ব্যস্ততার জন্য আমরা অনেক সময় এই স্বাস্থ্যকে যত্ন নিতে ভুলে যাই।


সময় মতো না খেলে, হাঁটা-চলাফেরা না করলে বিভিন্ন শারীরিক সমস্যার মুখোমুখি হতে হয়।


স্বাস্থ্য সুরক্ষার জন্য বেশ কিছু স্মার্টফোন অ্যাপ রয়েছে। এখানে তেমন কিছু অ্যাপ সম্পর্কে কিছু তথ্য তুলে ধরা হল।


স্লিপ বেটার উইথ রানট্যাস্টিক
সুস্থ থাকলে হলে একজন ব্যবহারকারীকে নির্দিষ্ট সময় ঘুমাতে হয়। তবে অনেকেই কম ঘুমায় যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কতো সময় ঘুমালেন তা ‘স্লিপ বেটার উইথ রানট্যাস্টিক’ অ্যাপের মাধ্যমে ট্র্যাক করতে পারবেন। ঘুমের সময়টা দিন তারিখ ও ঘণ্টা অনুযায়ী দেখাবে অ্যাপটি।


এছাড়া, কম ঘুম হলে কত সময় বাড়তি ঘুমাতে হবে অ্যাপটি তাও জানিয়ে দেবে। https://androidappsforme.com/sleep-better-with-runtastic-app/ এই ঠিকানা থেকে অ্যাপটি ডাউনলোড করা যাবে।


হেলদি আউট
আপনি খাওয়া দাওয়ায় অনিয়মিত? তাহলে এই অ্যাপটি আপনার জন্য। অ্যাপটির মাধ্যমে আপনি আপনার খাবারের লোকাল মেনু তৈরি ও খাওয়ার গ্রহণের পরিমাণ নিয়ন্ত্রণ করতে পারবেন। এটি আইফোন, আইপ্যাড ও আইপডেও ব্যবহার করা যাবে। https://itunes.apple.com/us/app/healthyout-healthy-restaurant-nutrition-guide/id566409966?mt=8 এই ঠিকানা থেকে অ্যাপটি ব্যবহার করা যাবে।


মাই ওয়াটার অ্যাডভাইজর
প্রতিদিন যথেষ্ট পরিমাণে পানি পান করা খুবই জরুরি। এই অ্যাপ আপনাকে দৈনিক পানি পানের পরিমাণ ট্র্যাক করে এর উপর নিয়ন্ত্রণ আনতে সাহায্য করবে। https://play.google.com/store/apps/details?id=com.dbbest.mastermeter এই ঠিকানা থেকে বিনামূল্যে অ্যাপটি ডাউনলোড করে ব্যবহার করা যাবে।


বিবার্তা/উজ্জ্বল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com