শিরোনাম
ইয়ামাহার নতুন বাইক এফজেড-এফআই
প্রকাশ : ০১ জানুয়ারি ২০১৯, ১৭:৩১
ইয়ামাহার নতুন বাইক এফজেড-এফআই
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

এফজেড-এফআই মডেলের নতুন একটা বাইক বাজারে আনছে জাপানের বাইক প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইয়ামাহা। প্রিমিয়াম সেগমেন্টে বাইকটি বাজারে আসছে।


আগামী ২১ জানুয়ারি বাইকটি বাজারে আসতে যাচ্ছে বলে সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে।


তবে বাইকটি সম্পর্কে এখনো কোন তথ্য প্রকাশ করেনি জাপানের বিখ্যাত টু হুইলার।


২০১৪ সালে শেষ আপডেট হয়েছে এফজেড সিরিজ। তাই চলতি মাসের শেষের দিকে ইয়ামাহা এফজেড-এফ ভার্সনটি বাজারে ছাড়া হতে পারে।


ধারণা করা হচ্ছে, এতে সর্বাধুনিক প্রযুক্তির সংমিশ্রণ ঘটানো হয়েছে এবং থাকছে সব অত্যাধুনিক টেক ফিচার।


নতুন এফজেডে থাকছে, এবিএস এবং এলইডি হেডল্যাম্প, নতুন ডিজাইনের তেলের ট্যাঙ্ক। আগের থেকে একটু বড় হবে ট্যাঙ্ক।


তবে আগে এই মোটরসাইকেলে স্টেপ আপ সিট থাকলেও নতুন ভার্সনে থাকছে সিঙ্গেল সিট।


মোটরসাইকেলের পেছনে নতুন ডিজাইন ব্যবহার হয়েছে। এতে যোগ হয়েছে এলইডি টেল ল্যাম্প। সঙ্গে থাকছে ১০টি স্পোকের অ্যালয় হুইল রিম। সূত্র : অটোএনডিটিভি


বিবার্তা/উজ্জ্বল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com