শিরোনাম
২০১৮ সালে ইনস্টাগ্রামে #মিটু ব্যবহার হয়েছে ১৫ লাখ
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০১৮, ১৩:০৭
২০১৮ সালে ইনস্টাগ্রামে #মিটু ব্যবহার হয়েছে ১৫ লাখ
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

কয়েক মাস আগেই গোটা বলিউড ও মিডিয়া জগতকে কাঁপিয়ে দিয়েছিল #মিটু বিপ্লব। ২০১৮ সালে ইনস্টাগ্রামে মোট ১৫ লাখ বার #মিটু হ্যাশট্যাগ ব্যবহার হয়েছে। সম্প্রতি এ কথা জানিয়েছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম।


বছর শেষের রিপোর্টে ইনস্টাগ্রাম জানিয়েছে ২১৮ সালে #টাইমসআপ হ্যাশট্যাগ ব্যবহার হয়েছে ৫ লাখ ৯৭ হাজার বার। আর # মার্চফরআওয়ারলাইভস ব্যবহার হয়েছে পাঁচ লাখ ৬২ হাজার বার। অর্থপূর্ণ কারণে ইনস্টাগ্রাম কতটা কাজের প্ল্যাটফর্ম সেই কথাই প্রমাণ করে এই তথ্য।


ভারতের ইনস্টাগ্রাম গ্রাহকরা প্রধানত নিজেদের ভালোবাসার জিনিস শেয়ার করতে বেশি পছন্দ করেছেন ২০১৮ সালে।


২০১৮ সালে ইনস্টাগ্রামে সবচেয়ে জনপ্রিয় হ্যাশট্যাগ #লাভ। জনপ্রিয় হতাশট্যাগের তালিকায় এর পরেই রয়েছে #ইনস্টাগুড আর #ফ্যাশন। ভারতে এই বছর #লাভকোটস হ্যাশট্যাগ বুপিল জনপ্রিয়তা পেয়েছে।


সম্প্রতি এক বিবৃতিতে এই কথা জানিয়েছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটি। এদিকে গেমিং’এ চলতি বছর ইনস্টাগ্রামে এক নম্বর হ্যাশট্যাগের তকমা ছিনিয়ে নিয়েছে #ফোর্টনাইট। সূত্র: এনডিটিভি


বিবার্তা/জাকিয়া


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com