শিরোনাম
টেলিটক ফোর-জি সেবা পেতে যা করতে হবে
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০১৮, ১১:৪৩
টেলিটক ফোর-জি সেবা পেতে যা করতে হবে
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

৪৮তম মহান বিজয় দিবসে টেলিটক নিয়ে এলো চতুর্থ প্রজন্মের নেটওয়ার্ক সেবা ফোর-জি। আর এর মধ্য দিয়ে অপারেটরটি উচ্চ গতির নেটওয়ার্কের প্রতিযোগিতায় সামিল হলো।


৪জি কি?
৪জি হল ৪র্থ প্রজন্মের ব্রডব্যান্ড সেলুলার নেটওয়ার্ক যা সর্বোচ্চ গতির ইন্টারনেট ব্রাউজিং-এর অভিজ্ঞতা দেয়।


৪জি সেবার পাওয়ার পূর্বশর্ত কি?
৪জি পেতে হলে নিম্নোক্ত শর্তগুলো পূরণ করতে হবে-


# ৪জি সাপোর্টেড হ্যান্ডসেট
# ২০১২ সালের আগে নেয়া ২জি সিম রিপ্লেস করতে হবে
# বর্তমান ৩জি সিম মাইগ্রেট করে ৪জি-তে যেতে হবে
# ৪জি কাভারেজ এরিয়ার মধ্যে থাকতে হবে।


আমি কিভাবে জানবো আমার সিম ৪জি সক্ষম কী না?
#আপনার সিম ৪জি সেবা পাওয়ার জন্য উপযুক্ত কী না তা জানতে chk লিখে SMS করুন 157 নাম্বারে।


কিভাবে ৪জিতে মাইগ্রেট করবো?
# 3G থেকে 4G সিমে মাইগ্রেট করতে হলে “4G” লিখে সেন্ড করুন 111 নাম্বারে।


কোন কোন স্থানে ৪জি সেবা পাওয়া যাবে?
# প্রাথমিকভাবে গুলশান, নিকেতন, বারিধারা, বনানী, ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট রমনা, মতিঝিল, মিরপুর, মোহাম্মদপুর, শ্যামলী, ফার্মগেট ও ধানমণ্ডী এলাকায় ৪জি পাওয়া যাবে। শীঘ্রই সারাদেশে ৪জি সেবা চালু হবে।


৪জি তে আপ্লোড ও ডাউনলোড স্পিড কত?
নেটওয়ার্ক ক্যাপাসিটির উপরে স্পিড নির্ভর করে। সাধারণত আপ্লোড স্পিড ১৫ Mbps ও ডাউনলোড স্পিড ৪০ Mbps পাওয়া যাবে।


আনুষ্ঠানিকভাবে লাইসেন্স পাওয়ার পর গত ২০ ফেব্রুয়ারি চতুর্থ প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক ফোর-জি অথবা এলটিই সংযোগ চালু করেছে মোবাইল সংযোগ সেবা দেওয়া তিনটি প্রতিষ্ঠান। ফোর-জি সংযোগ চালু করা এসব প্রতিষ্ঠান হচ্ছে বাংলালিংক, গ্রামীণ ফোন এবং রবি। রাজধানী ঢাকার কিছু নির্দিষ্ট এলাকাসহ রাজধানীর বাইরেও চালু হয় বহুল প্রতীক্ষিত এ সেবা।


তিনটি প্রতিষ্ঠানের ১০ মাস পরে চতুর্থ প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক সেবা চালু করল টেলিটক।


বিবার্তা/উজ্জ্বল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com