শিরোনাম
ওয়ার্কস্টেশন গ্রাফিক্স কার্ড টাইটান আরএক্স
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০১৮, ১২:৪৩
ওয়ার্কস্টেশন গ্রাফিক্স কার্ড টাইটান আরএক্স
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ওয়ার্কস্টেশন গ্রাফিক্স কার্ড Titan RTX বাজারে নিয়ে আসছে গ্রাফিক্স কার্ড প্রস্তুতকারী কোম্পানি এনভিডিয়া।


কোম্পানিটি বলছে, এটি বানানো হয়েছে সায়েন্টিফিক রিসার্চ, এ আই রিসার্চ, ডিপ ডেভেলপার লার্নিং, ডাটা রিসার্চ এন্ড ডেভলপমেন্ট, কন্টেন্ট ক্রিয়েশন ইত্যাদি কাজের জন্য।


তবে এতে মোটামুটি ভালোই গেমিং পারফর্মেন্স পাওয়া যাবে বলে জানিয়েছে এনভিডিয়া।


Titan RTX কে বলা হচ্ছে T-Rex কেননা এর নির্মাতাদের মত এটিই এখন বিশ্বের সবথেকে শক্তিশালী জিপিউ।


এতে আছে সর্বমোট ৪৬০৮টি CUDA কোর। এর বেস ক্লক স্পীড ১ হাজার ৩৫০ মেগাহার্জ যা বুস্ট করবে ১ হাজার ৭৭০ মেগাহার্জ পর্যন্ত।


৫৭৬ Tensor কোর এবং ৭২ RT কোর থাকায় Titan RTX সরবারহ করতে পারবে প্রায় ১৩০ টেরাফ্লপস ডিপ লার্নিং পারফমেন্স এবং ১১ GigaRays রে-ট্রেসিং পারফর্মেন্স।


এতে আরো থাকছে ২৪ গিগাবাইটের GDDR6 মেমরি যা গত বছর রিলিজ হওয়া Titan V এর দ্বিগুন এবং ডেলিভার করবে ৬৭২ GB/s ব্যান্ডউইথ।


জিপিউটির জন্য প্রয়োজন হবে প্রায় ২৮০ ওয়াট বিদ্যুৎ যা প্রবেশ করবে ২টি ৮ পিন এর PCIe পাওয়ার কানেক্টর দ্বারা।


ডিসপ্লে আউটপুটের জন্য আছে তিনটি HDMI এবং USB Type-C দেয়া আছে এনভিডিয়ার VirtualLink এর জন্য।


কার্ডটি চলতি মাসের শেষ দিক থেকে মিলবে আমেরিকা ও ইউরোপের বাজারে। কার্ডটির মূল্য রাখা হয়েছে ২ হাজার ৯৯৯মার্কিন ডলার। সূত্র: ফোর্বস


বিবার্তা/উজ্জ্বল


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com