শিরোনাম
ভিভোর ভারতের কারখানায় কাজ পাবেন ৫ হাজার কর্মী
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০১৮, ১২:৩৮
ভিভোর ভারতের কারখানায়  কাজ পাবেন ৫ হাজার কর্মী
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

চার হাজার কোটি টাকা বিনিয়োগ করার ঘোষণা দিল চয়না স্মার্টফোন প্রস্তুতকারক কোম্পানি ভিভো।


ভারত প্রদেশের যমুনা এক্সপ্রেসওয়ে কারখানায় এই টাকা বিনিয়োগ করেছে কোম্পানিটি। আগামী চার বছরে এই কারখানায় ৫ হাজার কর্মী কাজ পাবেন।


সম্প্রতি এক বিবৃতিতে এই কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।


ইতোমধ্যেই ৫০ একর জায়গায় এই কারখানা রয়েছে। কারখানার পাশে অতিরিক্ত ১৬৯ একর জায়গা অধিগ্রহণ করা হয়েছে। ভারতের ক্রমবর্ধমান সাহায্যের জন্যই এই কারখানা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ভিভো।


তবে এই ৪ হাজার কোটি টাকার মধ্যে জমির দাম ধরা নেই। ২০১৪ সালে প্রথম এখানে স্মার্টফোন কোম্পানি তৈরি করেছিল ভিভো। নতুন কারখানা বাড়ানোর সিদ্ধান্ত এই অঞ্চলের আর্নৈতিক চিত্র বদলে দেবে।


ভিভোর ব্যান্ড স্ট্র্যাটিজির ডিরেক্টার নিপুন মার‍্যা বলেন, ‘ভারত আমাদের কাছে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বাজার। ভারতে পরবর্তী ধাপের বৃদ্ধির জন্য আজ আমরা অঙ্গীকারবদ্ধ হলাম। এই কারখানা আশেপাশের অঞ্চলের অর্থনৈতিক চিত্রে আমুল পরিবর্তন নিয়ে আসবে।’ সূত্র : এনডিটিভি


বিবার্তা/উজ্জ্বল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com