শিরোনাম
ভারতে ইলেকট্রিক গাড়ি তৈরির ঘোষণা দিল ভলভো
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০১৮, ১০:২২
ভারতে ইলেকট্রিক গাড়ি তৈরির ঘোষণা দিল ভলভো
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

পরিবেশের কথা চিন্তা করে তেলের গাড়ি তৈরি বন্ধ করে ক্রমশ ইলেকট্রিক গাড়ি তৈরিতে জোড় দিচ্ছে সুইডেনের গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান ভলভো।


এরই ধারাবাহিকতায় প্রতিবেশি দেশ ভারতে ইলেকট্রিক গাড়ি তৈরির ঘোষণা দিল গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানটি।


এই বছরের গোড়ার দিকে ভারতে প্রথম হাইব্রিড গাড়ি এক্সসি৯০ অবমুক্ত করেছিল ভলভো।


সম্প্রতি কোম্পানি জানিয়েছে, এবার থেকে বেঙ্গালুরুর কারখানায় তৈরি হবে ভলবো এক্সসি৯০ মডেলের গাড়ি।


প্লাগ ইন হাইব্রিড গাড়ি চালানোর খরচ অনেক কম বলেই জানিয়েছে কোম্পানি। এছাড়াও চার্জিংয়ের জন্য চার্জিং স্টেশানের উপরে ভরসা করতে হয় না। ইলেকট্রিক মোডে কোন দূষণ ছড়ায় না।


প্রতিষ্ঠানটি বলছে, শুরুতে ভারতে এক্সসি৯০ টি৮ মডেলের গাড়ি তৈরি করবে। আর আগামী তিন বছরের মধ্যে বাজারে আসবে এই ইলেকট্রিক কার। সূত্র: অটোএনডিটিভি


বিবার্তা/উজ্জ্বল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com