শিরোনাম
বাজাজের নতুন বাইক নিওন
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০১৮, ১৯:৩৬
বাজাজের নতুন বাইক নিওন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

একের পর এক নতুন বাইক এনে বাজার ধরে রেখেছে মোটরসাইকেল প্রস্তুতকারী প্রতিষ্ঠান বাজাজ।


প্রতিষ্ঠানটি ধারাবাহিকতা বজায় রেখে এবার বাজারে এনেছে নতুন জেনারেশনের বাজাজ পালসার ১৫০ মোটরসাইকেল। নতুন এ বাইকের নাম দেয়া হয়েছে ‌‘নিওন’।


প্রযুক্তিগতভাবে পালসারের পুরনো মডেলগুলোর সঙ্গে নতুন পালসার ১৫০ নিয়ন মডেলের খুব একটা পার্থক্য নেই। নতুন পালসারে রয়েছে রিয়ার ড্রাম ব্রেক। বাইকের সামনে রয়েছে ডিস্ক ব্রেক। ফ্রন্টে আছে টেলিস্কোপিক সাসপেনশনও। বাইকটিতে অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম ব্যবহার করা হয়নি।


বাইকটির ভেতরে রয়েছে ১৪৯সিসি ডিটিএস-আই ইঞ্জিন। ইঞ্জিনে ১৩.৮ বিএইচপি শক্তি আর ১৩.৪ এনএম টর্ক পাওয়া যাবে। একই সঙ্গে রয়েছে ৫ স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন।


ইতিমধ্যে ‘নিওন’ বাইকটি ভারতের বাজারে ছাড়া হয়েছে। তিনটি রঙে পাওয়া যাচ্ছে বাজাজ পালসার নিয়ন।


বাইকটি মূলত কালো রঙের। কালোর উপর লাল, হলুদ আর ম্যাট ব্ল্যাক এবং সিলভারের সংমিশ্রণে আলাদা আলাদা লুক আনা হয়েছে।


বর্তমান বাজারে থাকা হোন্ডা সিনি ইউনিকর্ন ১৫০, হিরো এচিভার ১৫০ ও ইয়ামাহা এসজেড-আরআর এর মতো গাড়িগুলোর সঙ্গে প্রতিযোগিতা করবে নিওন।


ভারতে দিল্লিতে পালসার ১৫০ নিয়ন বিক্রি হচ্ছে ৬৪ হাজার ৯৯৮ রুপিতে।


বাংলাদেশ নতুন মডেলের পালসার কবে আসবে সে সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।


ভারতে টানা ১৭ বছর ধরে বাইক বাজারের এক নম্বর জায়গাটা নিজেদের দখলে রেখেছে বাজাজ পালসার। সূত্র : এনডিটিভি


বিবার্তা/উজ্জ্বল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com