শিরোনাম
১১৪ কিমি গতিতে ছুটবে টিভিএস অ্যাপাচি আরটিআর ১৮০
প্রকাশ : ২২ নভেম্বর ২০১৮, ১৬:৩৫
১১৪ কিমি গতিতে ছুটবে টিভিএস অ্যাপাচি আরটিআর ১৮০
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বাজারে অ্যাপাচি সিরিজের ১৫০ ও ১৬০ সিসির বাইকগুলো বেশ জনপ্রিয়। এবার আরেক ধাপ এগিয়ে গেল ভারতের বাইক প্রস্তুতকারী প্রতিষ্ঠান টিভিএস।


প্রতিষ্ঠানটি ১৮০ সিসিতে নিয়ে এলো স্পোর্টস বাইক অ্যাপাচি আরটিআর। বাইকটিতে ১৭৭.৪ সিসির ইঞ্জিন ব্যবহার করা হয়েছে।


ঘণ্টায় নতুন টিভিএস অ্যাপাচি আরটিআর ১৮০ বাইকটি ১১৪ কিলোমিটার গতিতে ছুটতে পারবে বলে দাবি করছে টিভিএস।


বাইকটিতে ব্যবহার করা হয়েছে ১৭৭.৪ সিসির সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন।


এই ইঞ্জিনে ১৬ বিএইচপি শক্তি এবং ১৫.৫ নিউটন মিটার টর্ক পাওয়া যাবে। এতে রয়েছে ৫ স্পিড গিয়ারবক্স।


একাধিক আপডেট ও নতুন গ্রাফিক্সসহ বাজারে এসেছে এই বাইক। এছাড়াও দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেতে থাকছে নতুন কনসোল।


গাড়ির মেকানিকালের বিশেষ পরিবর্তন না এলেও বাইরে থেকে এই গাড়ি দেখতে সম্পূর্ণ আলাদা।


থাকছে নতুন ক্র্যাশ গার্ড আর ইন্টিগ্রেটেড ফ্রেম স্লাইডার। নতুনভাবে ডিজাইন করা হয়েছে নতুন অ্যাপাচির ইন্সট্রুমেন্ট ক্লাস্টার।


থাকছে ব্যাকলিট স্পিডোমিটার। পাঁচটি আলাদা রঙে পাওয়া যাবে এই মোটরসাইকেল।


ভারতে ১৮০ সিসির বাইকটির দাম ৮৪ হাজার ৫৭৮ রুপি। এই বাইকের এবিএস ভার্সন বিক্রি হচ্ছে ৯৫ হাজার ৩৯২ রুপিতে। সূত্র: অটোএনডিটিভি ও ইন্ডিয়ানবাইক


বিবার্তা/উজ্জ্বল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com