শিরোনাম
জামান আইটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
প্রকাশ : ২২ নভেম্বর ২০১৮, ১৩:১৪
জামান আইটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

১১ বছরে পদার্পণ করল দেশের স্বনামধন্য আইটি প্রতিষ্ঠান ‌‘জামান আইটি’। সারাদেশের ন্যায় ঢাকায় আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাবার্ষিকী।


প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা জামান খান তার কর্মকর্তাদের নিয়ে কেক কেটে ১১বছর পদার্পণের উদযাপন শুরু করেন।


প্রতিষ্ঠানটির সিইও এ প্রতিনিধির কাছে জানান, দেশের সবচাইতে বড় ইমেইল মার্কেটিং এবং এসএমএস মার্কেটিং সার্ভিস প্রতিষ্ঠান হিসেবে কাজ শুরু করলেও বর্তমানে সফটওয়্যার ডেভেলপমেন্ট এবং ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিস দিয়ে চলেছে। দেশে এবং বিদেশের বহু প্রতিষ্ঠানে কাছে তাদের সফটওয়্যার সার্ভিসের ব্যাপক সুনাম রয়েছে।


জামান আরো বলেন, দেশের আইটি সেক্টরের প্রসারের জন্য বেসিসের হয়ে অন্যান্য ছোট ছোট আইটি প্রতিষ্ঠানকে বিভিন্ন পরামর্শ দিয়ে সহযোগীতা করে যাচ্ছেন এবং তরুণদের আইসিটিতে উদবুদ্ধ করার জন্য বিভিন্ন সভা সেমিনারের আয়োজন করছেন নিয়মিত।


জামান আইটিতে বহু বেকার তরুণের কর্মসংস্থানের পাশাপাশি ভবিষ্যতে উদ্যোক্তা তৈরির ব্যপারে বিভিন্ন উদ্যোগের পরিকল্পনার কথা জানান।


বিবার্তা/উজ্জ্বল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com