শিরোনাম
নতুন বছরে ছয় ক্যামেরার ফোন আনছে স্যামসাং
প্রকাশ : ২২ নভেম্বর ২০১৮, ১২:৫৭
নতুন বছরে ছয় ক্যামেরার ফোন আনছে স্যামসাং
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

গ্যালাক্সি স্মার্টফোনপ্রেমীদের জন্য গ্যালাক্সির ১০ বছর উপলক্ষে আরও একটি আকর্ষণীয় মডেল বাজারে আনতে চলেছে দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট স্যামসাং। মডেল গ্যালাক্সি এস টেন।


সম্প্রতি প্রযুক্তি বিষয়ক বিভিন্ন সংবাদমাধ্যমে নতুন মডেলের কিছু তথ্য ফাঁস হয়েছে।


এই মডেলের সবচেয়ে আকর্ষণীয় ফিচার হল, এতে রয়েছে ছয়টি ক্যামেরা। চার-পাঁচটি ক্যামেরার পর এবার আরও একধাপ এগিয়ে গেল স্যামসাং।


শুধু তাই নয়, গ্যালাক্সি এস টেন মডেলটি ফাইভ- নেটওয়ার্কও সাপোর্ট করবে বলে জানা গেছে।


এ৬.৭ ইঞ্চি ডিসপ্লেযুক্ত ফোনটির কোডনাম দেওয়া হয়েছে বেয়ন্ড এক্স।


এই ফাইভ-জি ফোনটিতে রয়েছে কোয়ালকমের সেভেন এনএম চিপসেট।


ফোনটি দিয়ে সেলফি তোলার জন্য থাকছে দুইটি ফ্রন্ট ক্যামেরা। চারটি রিয়ার ক্যামেরা থাকবে ভিন্ন ভূমিকায়।


তবে এই প্রথমবার নয়। এর আগে স্যামসাং গ্যালাক্সি এ নাইন মডেলটিতে চারটি রিয়ার ক্যামেরা দেখা গিয়েছে।


রিভার্স ওয়্যারলেস চার্জিং ফিচারটিও এই স্মার্টফোনে থাকবে বলে আশা করা হচ্ছে।


সব ঠিকঠাক থাকলে নতুন বছরের শুরুতেই চলে আসছে গ্যালাক্সি এস টেন বলে জানা গেছে।


তাই এর দাম ও সঠিক বাকি ফিচারগুলি জানতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।


তবে স্যামসাংয়ের পক্ষ থেকে এখনো এই ফোন সম্পর্কে কিছুই জানানো হয়নি। সূত্র : দ্য ভার্জ ও ওয়াল স্ট্রিট জার্নাল


বিবার্তা/উজ্জ্বল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com