শিরোনাম
যে বাইকগুলো লিটারে সর্বোচ্চ ৯০ কিমি যেতে সক্ষম
প্রকাশ : ২২ নভেম্বর ২০১৮, ১১:৪৭
যে বাইকগুলো লিটারে সর্বোচ্চ ৯০ কিমি যেতে সক্ষম
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

বাইকপ্রেমীরা সাধারণত কয়েকটি বিষয়ে নজর দিয়ে বাইক কিনে থাকেন। দুর্দান্ত গতি, রেট্রো স্টাইল, টর্ক, গিয়ার এসব কিছু। এছাড়াও আপনার প্রিয় বাইকটির ক্ষেত্রে যেটা সবচেয়ে জরুরি সেটা হল জ্বালানির সাশ্রয়।


বাজারে অনেক ধরনের মোটরসাইকেল পাওয়া যায়। এর মধ্যে জ্বালানি সাশ্রয়ী কয়েকটি বাইক হচ্ছে-


হিরো স্প্লেন্ডর
বাজাজ দাবি করছে বাইকটি প্রতি লিটারে ১০২.৫ কিলোমিটার যেতে সক্ষম। ৯৭.২ সিসি, সিঙ্গেল সিলিন্ডার, এয়ার কুলড ইঞ্জিন ও আইথ্রিএস প্রযুক্তির এই বাইক আক্ষরিক অর্থেই জ্বালানি সাশ্রয়কারী।


হিরো স্প্লেন্ডর
প্রতি লিটারে ৯৩.২ কিমি যেতে সক্ষম দুর্দান্ত স্টাইলের এই বাইকটি। ৯৭.২ সিসি, সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুলড ইঞ্জিন রয়েছে এতে।


বাজাজ প্লাটিনা ১০০-ইএস
জনপ্রিয় একটি বাইক। সংস্থার সবচেয়ে বিক্রি হওয়া বাইক এটি। প্রতি লিটারে ৯৬.৯ কিলোমিটার যেতে সক্ষম বাইকটি। ১০২ সিসি, সিঙ্গল সিলিন্ডার, এয়ার কুলড ইঞ্জিন রয়েছে এতে।


টিভিএস স্পোর্ট
এটি টিভিএসের সবচেয়ে বেশি বিক্রি হওয়া বাইক। প্রতি লিটারে ৯৫ কিমি পর্যন্ত যেতে সক্ষম বাইকটি। ৯৯.৭৭ সিসি, ক্রোম এলিমেন্ট, অ্যালয় হুইলস, ইলেকট্রিক স্টার্ট ইঞ্জিন রয়েছে এতে।


বাজাজ সিটি ১০০
‘মোস্ট ফুয়েল এফিসিয়েন্ট’ বলে এটিকে দাবি করেছে বাজাজ। এক লিটার পেট্রোলে ৮৯.১-৯৯.১ কিমি যেতে সক্ষম দুর্দান্ত স্টাইলের এই বাইকটি। ৯৭.২ সিসির বাইকটি অনেকগুলো রঙে পাওয়া যায়।


হিরো এইচএফ ডিলাক্স
এইচএফ ডিলাক্স ও এইচএফ ডন ১০০ সিসির বাইকটি জ্বালানি সাশ্রয়কারী বলেই পরিচিত। ৯৭.২ সিসি সিঙ্গেল সিলিন্ডার, এয়ার কুলড বাইকটি লিটার প্রতি ৮৮.৫ কিমি যেতে সক্ষম।


ইয়ামাহা সালুটো আরএক্স
১১০ সিসির মোটরবাইকটি সি‌ঙ্গেল সিলিন্ডারের। লো কার্ব ওয়েট বাইকে এয়ার কুলড ইঞ্জিন রয়েছে। প্রতি লিটারে ৮২ কিমি যেতে সক্ষম।


বাজাজ ডিসকভার ১১০
জ্বালানি সাশ্রয়ী ১১০ সিসির এই বাইকটি প্রতি লিটারে ৭৬ কি.মি. চলতে সক্ষম।


টিভিএস ভিক্টর
১১০ সিসির বাইকটি সিঙ্গল সিলিন্ডার, ৩ ভালভ ইঞ্জিন বিশিষ্ট। ৯.৬ বিএইচপি, ৯.৪ এনএম পিক টর্ক-সহ আরও বেশ কিছু ফিচার একে করে তুলেছে অনন্য। প্রতি লিটারে ৭২ কিমি যেতে সক্ষম। সূত্র: আনন্দবাজার


বিবার্তা/উজ্জ্বল




সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com