শিরোনাম
কম্পিউটারে জায়গা বাঁচাতে যা করবেন
প্রকাশ : ২০ নভেম্বর ২০১৮, ১০:৫৫
কম্পিউটারে জায়গা বাঁচাতে যা করবেন
বিবার্তা প্রদিবেদক
প্রিন্ট অ-অ+

তথ্যপ্রযু্ক্তির এই যুগে অফিসে কিংবা ব্যক্তিগত কাজের জন্য কম্পিউটার অনেক গুরুত্বপূর্ণ একটা যন্ত্র। কাজ করতে গিয়ে কখনো অনাকাঙ্ক্ষিতভাবে কম্পিউটার নষ্ট হয়ে গেলে অর্থাৎ ক্রাশ করলে কম্পিউটারে সিস্টেমে ‘ডাম্প’ ফাইল তৈরি করে।


যদি ডাম্প ফাইল তৈরি হওয়া বন্ধ করে দেওয়া যায়, তাহলে সিস্টেমের অযথা জায়গা নষ্ট না হয়ে অনেক জায়গা খালি থাকবে।


উইন্ডোজ ভিস্তা এবং ৭ অপারেটিং সিস্টেমে এ কাজটি সহজে করা যায়।


এ জন্য Start থেকে Control Panel চালু করে Search বক্সে Advanced লিখুন।


সার্চের ফলাফল থেকে View advanced system settings-এ ক্লিক করুন।


নিচের Startup and Recovery থেকে Settings-এ ক্লিক করুন। এখানে Write debugging information থেকে None নির্বাচন করে ok চেপে বের হয়ে আসুন।


তাহলে আর ডাম্প ফাইল তৈরি না হয়ে সিস্টেমের অযথা নষ্ট হওয়া জায়গা বেঁচে যাবে।


বিবার্তা/উজ্জ্বল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com