শিরোনাম
পাঁচ রিয়ার ক্যামেরার ফোন আনছে নকিয়া
প্রকাশ : ১৯ নভেম্বর ২০১৮, ২১:৫৩
পাঁচ রিয়ার ক্যামেরার ফোন আনছে নকিয়া
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

নকিয়ার আরও তিনটি নতুন ফোন আনতে যাচ্ছে এইচএমডি গ্লোবাল। এই বছরের শেষ নাগাদ দুবাইতে এই ফোন তিনটি অবমুক্ত করা হতে পারে।


দুবাইর নকিয়ার ইভেন্টের আমন্ত্রণপত্রে তিনটি স্মার্টফোন দেখা গেছে। ধারণা করা হচ্ছে এগুলো নকিয়া ৮.১, নকিয়া ২.১ প্লাস এবং নকিয়া ৯ হবে।


এর মধ্যে নকিয়া ৯ ফ্লাগশিপ ফোন। এই ফোনের পেছনে থাকছে পাঁচটি রিয়ার ক্যামেরা আর সামনে বেজেল লেস ডিসপ্লে।


টুইটারে এক পোস্টে কোম্পানির এইচএমডি গ্লোবালের এক কর্মকর্তা এই খবর প্রকাশ্যে এনেছেন।


কয়েক মাস আগে চীনে নকিয়া এক্স সেভেন অবমুক্ত করেছিল নকিয়া। সেই ফোনের নাম বদলে বিশ্ব বাজারে নকিয়া ৮.১ নামে বাজারে আসতে চলছে। এছাড়াও থাকছে বাজেট ফ্রেন্ডলি ফোন নকিয়া ২.১ প্লাস।


সম্প্রতি চীনের এক ওয়েবসাইটে নকিয়া ৯ এর ছবি প্রকাশিত হয়েছিল। ওই ছবিতে দেখা গেছে নতুন এই ফোনের মডেল নম্বর টিএ-১০৯৪। ফোনের পিছনে থাকবে গ্লোসি ফিনিশ।


এই ফোনের পিছনে সাতটি কাট আউট দেখা গিয়েছে। এই সাতটির মধ্যে পাঁচটি ক্যামেরা। একটি ফ্ল্যাশ। তবে শেষ কাট আউটের কারন জানা যায়নি।


এছাড়াও ফোনের পিছনে কোন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেখা যায়নি। তাই মনে করা হচ্ছে নকিয়া ৯ ফোনের ডিসপ্লের নিচেই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে। অথবা শুধুমাত্র ফেস আনলক ফিচারসহ বাজারে আসতে পারে এই ফোন।


২০১৮ সালেই বাজারে আসার কথা ছিল নকিয়া ৯। তবে ক্যামেরা মডিউলে সমস্যার জন্য এই ফোনটি বাজারে আনতে পিছিয়ে যায় এইচএমডি গ্লোবাল।


আশা করা হচ্ছে এই বছরের শেষের দিকে বাজারে আসবে নতুন এই ফ্ল্যাগশিপ। সূত্র : ম্যাশেবল ও এনডিটিভি


বিবার্তা/উজ্জ্বল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com