শিরোনাম
ডাটাবেজে SQL যে সব কাজ করতে পারে
প্রকাশ : ১৫ নভেম্বর ২০১৮, ১১:২৩
ডাটাবেজে SQL  যে সব কাজ করতে পারে
সালমা আক্তার
প্রিন্ট অ-অ+

ডাটাবেজ এর আরেকটি পর্ব নিয়ে আমি আজ আবারও আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করবো SQL কি, এর ইতিহাস, ফিচার, SQl ঠিক কি কি কাজ করতে পারে এসব বিষয় নিয়ে। তাহলে আর কথা নয় চলুন শুরু করা যাক।


প্রথমে জানা যাক ডাটাবেজ SQL কি-


Structure Query Language এর সংক্ষিপ্ত রুপ SQL। একটি শক্তিশালী ডাটা Mainipulation ও Definition ল্যাংগুয়েজ। বলা হয় রিলেশনাল ডাটাবেস access করার প্রধান হাতিয়ার SQL। SQL কতগুলো স্টেটমেন্টের সমষ্টি। অার এ স্টেটমেন্টগুলো এক বা একাধিক ডাটাবেজ, টেবিল, কলাম, ইনডেস্কে প্রয়োগ করা হয়। SQL ফলাফল হিসেবে একসেট রেকর্ডকে প্রদান করে।


SQL এর ইতিহাস


১৯৭৯ সালে প্রথম ওরাকেল কর্পোরেশন sql কে বাণিজ্যিকভাবে ব্যবহার উপযোগী করেন এবং ANIC ( American national standard institute) ১৯৮৬ সালে এবং RDMS এ প্রণীত ল্যাংগুয়েজ হিসেবে ব্যবহার করেন।


SQL এর সাধারণ ফিচারসমূহ


# একটি text বেইজড ল্যাংগুয়েজ।
# SQL এ select, insert, delete এ রকম শব্দ দিয়ে একসেট কমান্ড তৈরি করা হয়।
# SQL এ কোন Graphical interface নেয়।
# Oracle ডাটাবেসে ব্যবহার করা হয়।
# এর বেসি স্ট্রাকচারড রয়েছে যার মধ্য select, from, where ব্যবহার করা হয়।


SQL ঠিক কি কি কাজ করতে পারে


# sql রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমে ইউজারকে ডাটা access বা প্রধান করতে সাহায্য করে।


# রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্য রয়েছে Ms access, SQL server, My SQL ইত্যাদির মধ্যমে ডাটা প্রধান করতে সাহায্য করে।


# SQL দিয়ে অাপনি চাইলেই সম্পূর্ণ নতুন একটা ডাটাবেজ তৈরি করতে পারবেন।


# SQL দিয়ে কুয়েরি করতে পারবেন যেটা ডাটাবেজের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ।


# Sql দিয়ে অাপনি যেকোন সময় ডাটাকে পুনরায় উদ্ধার করতে পারবেন।


# যে কোন তথ্য সংরক্ষণ করতে পারবেন, তথ্য মুছে ও ফেলতে পারবেন প্রয়োজন মতো।


# অারেকটা গুরুত্বপূর্ণ কাজ হলো sql দিয়ে ভিউ (view) তৈরি করতে পারবেন।


# অাপনি চাইলে অাপনার তৈরি করা টেবিল এবং ভিউ এর কোথায় সেট করবেন তার সিদ্ধান্ত নিতে পারবেন sql এর মাধ্যমে।


# ডাটাবেজ ব্যবহার করে যে কোন প্রকার তথ্য পেতে চান তাহলে অবশ্যই sql ব্যাবহার করবেন।


# আপনি চাইলেই sql দিয়ে রিপোর্ট বের করতে পারবেন exel diya অার না হয় সার্ভার কানেক্ট করে।


এখন অাপনাদের মনে প্রশ্ন অাসতে পারে RDMS (Relational Database Management System.) কি যা SQL এর মধ্য অাছে অার অামিও উপরে অালোচনা করেছি।


RDMS


অাধুনিক ডাটাবেজের sql এর ভিওি RDMS। উদাহরণ হিসেবে বলা যায়- Ms sql, IBM DB2, Oracle, my sql, Access ইত্যাদি।


এই পোস্টটা দেওয়া হয়েছে অনেকে inbox msg করে বলেছেন sql দিয়ে কি করবো। এই পোস্টটি মনোযোগ দিয়ে পড়লে অাশা করি সব প্রশ্নের সমাধান পেয়ে যাবেন।


SQL কম্পিলিট করতে সাথেই থাকুন অামার পরবর্তী পর্বে।



লেখক : কন্টেন্ট রাইটার, ডিজিটাল স্কিলস ফর বাংলাদেশ গ্রুপ


বিবার্তা/উজ্জ্বল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com