শিরোনাম
ল্যারি এলিসনের ডাটাবেজটি মিলছে প্রায় ৬৩টি ভাষায়
প্রকাশ : ১৩ নভেম্বর ২০১৮, ১৬:০৭
ল্যারি এলিসনের ডাটাবেজটি মিলছে  প্রায় ৬৩টি ভাষায়
সালমা আক্তার
প্রিন্ট অ-অ+

ল্যারি এলিসন। তার পুরো নাম লরেন্স জোসেফ এলিসন। তবে প্রযুক্তি বিশ্ব তাকে একনামে চেনে ল্যারি এলিসন হিসেবেই। তিনি ওরাকল কর্পোরেশনের অন্যতম সহ-প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী।


১৯৪৪ সালের ১৭ আগস্ট জন্মগ্রহণ করা ল্যারি তার শিক্ষাজীবনে ছিলেন অত্যন্ত অমনোযোগী। বেশ কয়েকটি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে তিনি ভর্তি হলেও শেষ পর্যন্ত সফলভাবে তিনি শিক্ষাজীবন শেষ করতে পারেননি। এর মধ্যে ইউনিভার্সিটি অব শিকাগোতে পড়ার সময়ে তিনি প্রথম পরিচিত হন কম্পিউটার ডিজাইনের সাথে।


১৯৬৪ সালে তিনি স্থায়ীভাবে উত্তর ক্যালিফোর্নিয়াতে চলে আসেন। সত্তরের দশকে তিনি এমডাল কর্পোরেশনের কাজ শুরু করেন। এখানে তার একটি কাজ ছিল সিআইএ’র জন্য ডাটাবেজ তৈরি করা। এই কাজ করতে গিয়ে তিনি উৎসাহী হয়ে ওঠেন ডাটাবেজ নিয়ে কাজ করতে।


১৯৭৭ সালে তিনি গড়ে তোলেন সফটওয়্যার ডেভেলপমেন্ট ল্যাবরেটরিজ। পরে ১৯৭১ সালে এরই নাম পরিবর্তন করে রাখা হয় ওরাকল।


তার হেড কোয়ার্টারের সিলিন্ডার অাকৃতির বিল্ডিংগুলোকে তিনি ডাটাবেজের সাথে তুলোনা করেছেন।


ওরাকল কর্পোরেশন


মার্কিন যুক্তরাষ্টের একটি বহুজাতিক কম্পিউটার প্রযুক্তি কর্পোরেশন। যার সদর দপ্তর ক্যালিফোনিয়ার বেডউক সিটিতে অবস্থিত।কম্পানিটি হার্ডওয়্যার হার্ডওয়্যার সিস্টেম এন্টারপ্রাইজ সফটওয়ার পণ্যতে পারদর্শী। বিশেষভাবে এর নিজস্ব ডাটাবেেজর ব্র্যান্ডে। ওরাকেল মাইক্রোসফট ও অাইবিএম এর পরে, অায়ের দিক দিয়ে তৃতীয় বৃহওম সফটওয়্যার প্রস্তুতকারি প্রিতষ্ঠান।


তার প্রতিষ্ঠিত ORACLE ডাটাবেজটি বর্তমানে প্রায় ৬৩টি ভিন্ন ভিন্ন ভাষায় পাওয়া যাচ্ছে। এদের মধ্যে বৃট্রিশ ইংলিশ, আমেরিকান ইংলিশসহ বিভিন্ন দেশের বিভিন্ন ভাষায় ওরাকল পাওয়া যায় এখন!


দুই সন্তানের জনক ৬৯ বছর বয়স্ক ল্যারি এলিসনের সম্পদের পরিমাণ ৪৮ বিলিয়ন মার্কিন ডলার। থাকেন ক্যালিফোর্নিয়ার উডসাইডে।


লেখক : কন্টেন্ট রাইটার, ডিজিটাল স্কিলস ফর বাংলাদেশ গ্রুপ


বিবার্তা/উজ্জ্বল


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com