শিরোনাম
ই-লার্নিং পদ্ধতিকে জনপ্রিয় করার উপায়
প্রকাশ : ১৩ নভেম্বর ২০১৮, ১২:২৫
ই-লার্নিং পদ্ধতিকে জনপ্রিয় করার  উপায়
নাজমুন নাহার নূপুর
প্রিন্ট অ-অ+

ই-লার্নিং প্লাটফর্মকে প্রচার ও প্রসার করতে হবে যাতে সহজেই মানুষ এই প্লাটফর্মের প্রতি আকৃষ্ট হয় এবং প্লাটফর্মটিকে ব্যবহার করে। তাদেরকে বিভিন্নভাবে ম্যাসেজ দেওয়া যেতে পারে। বিভিন্ন সোর্স ব্যবহারের মাধ্যমে ই-লার্নিং প্রক্রিয়াকে সকলের মাঝে ছড়িয়ে দেয়া সম্ভব।


নিচে ই-লার্নিং পদ্ধতিকে জনসাধারণের মাঝে প্রসারের কয়েকটি উপায় তুলে ধরা হলো-


ঘোষণা
ই-লার্নিং প্লাটফর্ম চালু করা খুবই ভালো এবং জনপ্রিয় একটি কাজ। তাই পরিচিতদের সাথে আন্তঃযোগাযোগের মাধ্যমে সম্যক ধারণা দেওয়া যেতে পারে। আন্তঃযোগাযোগ বেশ কিছু পদ্ধতি অবলম্বনে করা যায়। যেমন-
# ইমেইল ব্যবহার করে
# পত্রিকার মাধ্যমে
# বিভিন্ন কর্মচারীদের দ্বারা স্ক্রীনসার্ভারের মাধ্যমে
# কোম্পানির ওয়েবসাইটে ‘What a new corner’ ব্যবহারের মাধ্যমে
# কোম্পানি ম্যাগাজিন বা ওয়েবজিনের মাধ্যমে
# সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের মাধ্যমে ই-লার্নিং প্লাটফর্ম সম্পর্কে ধারণা দেওয়া যায়।


বিজ্ঞাপন
জনসাধারণকে ই-লার্নিং পদ্ধতি সম্পর্কে ধারণা দেওয়ার জন্য বিজ্ঞাপনের ব্যবস্থা করা যেতে পারে। বিভিন্ন ধরণের এড এই ই-লার্নিং সম্পর্কে সকল স্তরের জনগণকে সুস্পষ্ট ধারণা দিবে। এই জন্য বেশ কিছু ব্যবস্থা নেওয়া যেতে পারে। যেমন—


# ই-লার্নিং ওয়েবনিয়ার ব্যবহার
# ই-লার্নিং নিয়ে ভিডিও পোস্ট
# পোস্টারের মাধ্যমে
# নিয়মিত পত্রিকা খবর লেখে
# লাইভ প্রেজেন্টেশনের বা বাস্তবিক উপস্থাপনার মাধ্যমে
# রোড় শো আয়োজন করে
# ওয়ার্কশপের মাধ্যমে
# বর্হিযোগাযোগ ব্যবস্থা বৃদ্ধির মাধ্যমে ই-লার্নিং সম্পর্কে জানসাধারণকে অবহিত করা যায়।


অনুপ্রাণিত করা
বর্তমান যুগ প্রযুক্তির যোগ। মানুষ বিভিন্ন কারণে প্রযুক্তির উপর নির্ভর করে থাকে। সকাল-সন্ধ্যা মানুষ কোন না কোনভাবে প্রযুক্তি ঠিকই ব্যবহার করে থাকে। তাই যদি এই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে যে কোনভাবে যেকোন স্থানে থেকে শিক্ষা লাভ করা যায়, তাহলে তা অবশ্যই সকলের কাছে সহজ মাধ্যম হবে। তাই ই-লার্নিং সম্পর্কে জানার জন্য লোকজনকে অনুপ্রণিত করতে হবে। এজন্য কয়েকটি কৌশল ব্যবহার করা যায়। যেমন-


# ব্যক্তিগতভাবে ই-লার্নিং নিয়ে কথা বলে
# মিডিয়ার মাধ্যমে ই-লার্নিং পদ্ধতির সুবিধাকে হাইলাইট করার মাধ্যমে
# ই-লার্নিং পদ্ধতি ব্যবহার করে যারা চ্যাম্পিয়ন হয়েছে তাদের দ্বারা প্রচারের মাধ্যমে এই ই-লার্নিং ব্যবস্থাকে সকলস্তরের জনগণের মাঝে প্রসার করা যায়।


পুরস্কার প্রদান
উপহার পেতে সবাই পছন্দ করে। তাই ই-লার্নিং ব্যবস্থাকে জনপ্রিয় করার জন্য গিফট বা উপহার দেওয়া যেতে পারে। বিভিন্ন কলাকৌশল ব্যবহারের মাধ্যমে পুরস্কার বা গিফট প্রদান করা যায়।
যেমন—


# কোন বিশেষ অফার প্রদানের মাধ্যমে
# ব্যক্তিক প্রচারণার ভিত্তিতে
# ই-লার্নিং পদ্ধতিতে শিক্ষা লাভের ভিত্তিতে ইত্যাদি।


উপরোল্লিখিত পদ্ধতি ব্যবহারের মাধ্যমে ই-লার্নিংকে জনপ্রিয় করা যেতে পারে। ই-লার্নিং এর সুবিধা–অসুবিধা, নানা দিক, বিশাল প্লাটফর্ম ইত্যাদির মাধ্যমে ধীরে ধীরে জনসাধারণকে জানানোর মাধ্যমেই ই-লার্নিং পদ্ধতি জনপ্রিয় হয়ে উঠবে।


লেখক : কন্টেন্ট রাইটার, ডিজিটাল স্কিলস ফর বাংলাদেশ গ্রুপ


বিবার্তা/উজ্জ্বল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com