শিরোনাম
সুজুকি জিএসএক্স এস১২৫
প্রকাশ : ১১ নভেম্বর ২০১৮, ১৯:৩৬
সুজুকি জিএসএক্স এস১২৫
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বিশ্বের বাইকপ্রেমীদের নতুন নতুন বাইকের সাথে পরিচয় করিয়ে দিতে ইতালির মিলানে চলছে মোটরসাইকেল শো।


সেখানে বিশ্বের সেরা কোম্পানিগুলো তাদের ভবিষ্যতের বাইকগুলি নিয়ে আসছে।


ওই শোতে নতুন সুজুকির জিএসএক্স এস১২৫ মডেলটি নিয়ে অংশগ্রহণ করছে সুজুকি।


সুজুকি জিএসএক্সএস১২৫তে রয়েছে একটি ১২৫ সিসি ফোর স্ট্রোক ক্লিকুইড কুলড সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন।


এই ইঞ্জিনে সর্বোচ্চ ১৫ বিএইচপি শক্তি আর ১১.৫ এনএম টর্ক পাওয়া যাবে। সাথে থাকছে একটি সিক্স স্পিড গিয়ার বক্স।


নতুন সুজুকি জিএসএক্স-এস১২৫তে থাকছে এলসিডি ইন্সট্রুমেন্ট ক্লাস্টার।


বাইকের সাধারণ সব তথ্যের সাথে এই ডিসপ্লেতে ইঞ্জিন অয়েল ইন্ডিকেটার, আরপিএম ইন্ডিকেটার দেখা যাবে।


প্রতিষ্ঠানটি জানিয়েছে, বাইকটি ভারতে লঞ্চ হবে না। ১২৫ সিসি সেগমেন্টে এই বাইক ভারতে বেশ জনপ্রিয় হতে পারে বলে মনে করছেন অনেকে।


বিবার্তা/উজ্জ্বল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com