শিরোনাম
ডিসপ্লের নিচে ক্যামেরা নিয়ে আসছে এলজি
প্রকাশ : ১১ নভেম্বর ২০১৮, ১৮:০৭
ডিসপ্লের নিচে ক্যামেরা নিয়ে আসছে এলজি
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

অ্যাপলের আইফোনের হাত ধরে স্মার্টফোন ডিসপ্লের উপরে শুরু হয়েছিল নচ এর ব্যবহার। এর পর থেকে বিভিন্ন স্মার্টফোন কোম্পানি বিভিন্ন উপায়ে স্মার্টফোনের ডিসপ্লেকে আরও বড় করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।


এই পথে বাঁধা হয়ে দাঁড়াচ্ছে ফোনের সামনের ক্যামেরা। অপো ও ভিভো ফোনের উপরের অংশে এই ক্যামেরা রেখেছে। প্রয়োজনে মোটরের সাহায্যে সেই ক্যামেরা মুহূর্তে বেরিয়ে আসে।


নুবিয়া সম্প্রতি তাদের লেটেস্ট নুবিয়া এক্স স্মার্টফোনে সামনে ক্যামেরা ব্যবহার না করে ফোনের সামনের দিকে গোটা জায়গা জুড়ে ডিসপ্লে ব্যবহার করেছে।


পরিবর্তে ফোনের পিছনে একটি স্ক্রিন ব্যবহার করেছে নুবিয়া। এই সব কিছুর থেকে একধাপ এগিয়ে এবার ডিসপ্লের নিচে ক্যামেরা ব্যবহার শুরু করবে এলজি।


সম্প্রতি স্মার্টফোন ডিসপ্লের নিচে ক্যামেরা পেটেন্ট করেছে এলজি। ফলে ফোনের সামনের দিকে গোটা জায়গা জুড়ে ডিসপ্লে রাখা সম্ভব হবে। আর ডিসপ্লের নিচে থাকবে ক্যামেরা। একটি ফ্ল্যাট সার্ফেস ও একটি কার্ভড ডিজাইনের ডিসপ্লের নিচে ক্যামেরা পেটেন্ট করেছে এলজি। নতুন এই ওলিড ডিসপ্লেগুলো বানিয়েছে এলজি। সম্প্রতি দক্ষিণ কোরিয়ায় এই ডিভাইসগুলো পেটেন্ট করিয়েছে প্রতিষ্ঠানটি।


পেটেন্টে প্রকাশিত ছবিতে দেখা গেছে, ডিসপ্লের উপরে যে কোনো জায়গাতে এই ক্যামেরা ব্যবহার করা যাবে। সেলফি ক্যামেরার আকারে একটি স্বচ্ছ ছিদ্র দেখা গেছে এই ছবিতে। কোন স্লাইডার ডিজাইন ছাড়া ১০০ শতাংশ স্ক্রিনটি বডি রেশিও তৈরি কাজ করছে এলজি। সূত্র: এনডিটিভি


বিবার্তা/উজ্জ্বল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com