শিরোনাম
ইনটেলের ৪৮ কোরের প্রসেসর
প্রকাশ : ০৮ নভেম্বর ২০১৮, ১৬:২৩
ইনটেলের ৪৮ কোরের প্রসেসর
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

জিওন সিরিজের ৪৮ কোরের ক্যাসকেড লেক এর নতুন প্রসেসর উন্মোচন করেছে ইনটেল ।


ক্ষুদ্র ও মধ্যম মানের ব্যবসা এবং ক্লাউড সেবাদাতা প্রতিষ্ঠানের জন্যই তৈরি করা হয়েছে জিওন ই-২১০০ প্রসেসর।


২০১৯ সালের শুরুর দিকে ক্যাসকেড লেক প্রসেসর বাজারে আসবে বলে আশা করা হচ্ছে। আর এন্ট্রি-লেভেল সার্ভারের জন্য ‘জিওন ই-২১০০’ এখনই বাজারে পাওয়া যাবে।


এক বিবৃতিতে ইনটেল জানিয়েছে, ইনটেল এর নতুন প্রসেসর দুইটি সকেট সমথিত ডিডিআর ৪ মেমোরিতে প্রতি সকেটে ৪৮ কোর ও ১২টি পর্যন্ত ডিডিআর ৪ মেমোরি চ্যানেল সমর্থন করবে।


ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস এর এক প্রতিবেদন জানিয়েছে, ইনটেলের ২০ বছর ধরে শীর্ষস্থানীয় ‘জিওন’ প্ল্যাটফর্মের ওপর ভিত্তি করে নতুন পণ্য দুইটি তৈরি করা হয়েছে।


ওই প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, গ্রাহককে তার চাহিদামতো সমাধান দিতে আরও বেশি সহায়ক হবে নতুন প্রসেসরগুলো।


কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং ইনফ্রাসট্রাকচার-অ্যাজ-আ-সার্ভিস (আইএএএস)-এর মতো উচ্চ কার্যক্ষমতার মতো কাজগুলোর জন্যই ক্যাসকেড লেক প্রসেসর নকশা করা হয়েছে। সূত্র: এনডিটিভি


বিবার্তা/উজ্জ্বল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com