শিরোনাম
স্কুটারটি এক লিটার যাবে ৬০ কিলোমিটার
প্রকাশ : ৩১ অক্টোবর ২০১৮, ১১:৩৭
স্কুটারটি এক লিটার যাবে ৬০ কিলোমিটার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দেশের বাজারে একটা তেল সাশ্রয়ী স্কুটার নিয়ে এলো হিরোর দেশীয় পরিবেশক নিলয় মোটরস লিমিটেড। মডেল হিরো প্লেজার। স্কুটারটি এক লিটার অকটেনে পাওয়া যাবে ৬০ কিলোমিটার মাইলেজ।


দেখতে আকর্ষণীয় এই স্কুটারটিতে রয়েছে ১০২ সিসির এয়ার কুলড সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। বিএস ফোর ইঞ্জিন সম্বলিত এই স্কুটারের সর্বোচ্চ ক্ষমতা ৬.৯ বিএইপি এবং ৭০০০ আরপিএম। এর টর্ক ৮.১ এনএম এবং ৫০০০ আরপিএম।


ড্রাই, অটোমেটিক সেন্ট্রিফিউগ্যাল ক্ল্যাচ সমৃদ্ধ স্কুটারটিতে সিডিআই ইঞ্জিন রয়েছে। সেলফ স্টার্টার সমৃদ্ধ বাইকটির সর্বোচ্চ গতি ৭৭ কিলোমিটার।


এর ফ্রন্ট সাসপেনশন বটম লিঙ্ক সঙ্গে আছে স্ক্রি লোডেড। রিয়ারে আছে সুইং আর্ম এবং হাইড্রোলিক ড্রাম্পার। ১২৪০ হুইল বেজের এই দ্বিচক্র যানটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১২৫ মিলিমিটার। কার্ব ওয়েট ১০১ কেজি।


উভয় চাকায় ড্রাম ব্রেক রয়েছে। এর ফুয়েল ট্যাঙ্কে ৫ লিটারের জ্বালানির ধারণ ক্ষমতা রয়েছে। ১২ ভোল্টের ব্যাটারি সমৃদ্ধ হেডল্যাম্পে হ্যালোজেন বাল্ব সংযোজন করা হয়েছে।


বিশেষ ফিচার হিসেবে বাইকটিতে রয়েছে মোবাইল চার্জার, ল্যাগেজ বক্স এবং টিউবলেস টায়ার।


বেশ কয়েকটি রঙে বাইকটি পাওয়া যাবে। সহজ কিস্তিতেও বাইকটি কেনার সুযোগ রয়েছে।


দেশের বাজারে বাইকটির দাম ১ লাখ ২০ হাজার টাকা।


বিবার্তা/উজ্জ্বল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com