শিরোনাম
ডাটাবেজ অ্যাডমিনিস্টেটরের কাজ
প্রকাশ : ২৯ অক্টোবর ২০১৮, ১৮:২২
ডাটাবেজ অ্যাডমিনিস্টেটরের কাজ
সালমা অাক্তার
প্রিন্ট অ-অ+

অাবারো ডাটাবেজের নতুন একটা পর্ব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। অাজকের পর্বে আমি আলোচনা করার চেষ্টা করবো ডাটাবেজ অ্যাডমিনিস্টেটরের কাজ নিয়ে।


তাহলে শুরু করা যাক অামাদের অাজকের আলোচনা। প্রথমে জেনে নেয়া যাকডাটাবেজ অ্যাডমিনিস্টেটর কে।


সহজ ভাষায় বলতে গেলে ডাটাবেজ অ্যাডমিনিস্টেটর হলেন তিনি যার ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমে ডাটাবেজকেকিভাবে ডিজাইন করতে হবে, ডাটাবেজের প্রবাহকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে এমন কি পুরো সিস্টেম পরিচালনা করতে হবে সে বিষয়ে প্রয়োজনীয় জ্ঞান ও অভিজ্ঞতা রয়েছে।


একটজন ডাটাবেজ অ্যাডমিনিস্টেটর যেসব কাজ করে থাকেন।


# ডাটাবেজ অ্যাডমিনিস্টেটর স্কীমা ডিজাইন করে থাকেন। তাহলে প্রশ্ন আসতে পারে স্কীমা কি। সাধারণ ভাষায় স্কীমা বলতে বোঝায় ডাটাবেজের ডিজাইনকে।


# তিনি স্কীমা এবং ফিজিক্যাল অর্গানাইজেশন মডিফিকেশনের কাজ করেন।


ডাটাবেজ অ্যাডমিনিস্টেটর ডাটাবেজ স্কীমার জন্য বর্ণনা করতে ডেফিনেশন লিখেন এবং তাদেরকে মিডিফাই করেন যা প্রধানত DDL দ্বারা ব্যাবহৃত হয়।এছাড়াও সিস্টেম টেবিল যেমন- ডাটা ডিকশনারি মডিফিকেশন জেনারেট করেন।


# ডাটাবেজ অ্যাডমিনিস্টেটর ডাটা প্রবেশের অনুমতি প্রদান করারও কাজ করেন।


ডাটাবেজ অ্যাডমিনিস্টেটর বিভিন্ন ধরনের ব্যাবহারকারীর মধ্যে বিভিন্ন অনুমতি প্রদান করেন। কোন ব্যাবহারকারী ডাটাবেজের কোন অংশ অ্যাকসেস, মডিফাই করবে তা অ্যাডমিনিস্টেটর ঠিক করে দিবেন।এ ফলে ব্যবহারকারির অ্যাকসেস নিয়ন্ত্রণ করা যাবে এবং নিরাপওা ও নিশ্চিত করা যাবে।


# তিনি ইন্টিগ্রিটি কনস্ট্রেইন্ট স্পেসিফিকেশনও করেন।


ডাটাবেজকে অবশ্যই কিছু শর্ত মানতে হবে যা ডাটাবেজ অ্যাডমিনিস্টেটর ঠিক করে দিবেন। যেমন কোন শ্রমিক কত ঘন্টা কাজ করবেন কত ঘন্টা অভার টাইম করবে তা ডাটাবেজ অ্যাডমিনিস্টেটর ঠিক করবেন।


ডাটাবেজ অ্যাডমিনিস্টেটর হতে হলে যে দক্ষতা থাকা অবশ্যক
★Introduction to Oracle 11g:SQL
★Oracle 11g Database Adminstration workshop -1
★Oracle 11g Database Adminstration workshop-2


তাই বলা যায় ডাটাবেজ অ্যাডমিনিস্টেটরকে একজন সুদক্ষ সুনিয়ন্ত্রক হতে হবে। কেননা তার প্রশাসনিক আর তার কারিগরি দক্ষতার উপর নির্ভর করে ডাটাবেজ মেনেজমেন্ট এর সম্পূর্ণ সাফল্য।


যেকোন প্রতিষ্ঠানের জন্য ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেশনের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। কেননা ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেশন হলো সেই অংশ যেটি ওই প্রতিষ্ঠানের ডাটাবেজের পুরোপ্রক্রিয়াটি, ডাটাবেজ সার্ভার এবং ডাটাবেজকে ম্যানেজ করবে এবং ডাটাবেজকে মনিটর করবে।


অর্থাৎ একটা প্রতিষ্ঠান বা ব্যাংকের সম্পূর্ণ ডাটাবেজের পরিচালনার দায়ত্বি ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেশন এর উপর নির্ভরশীল।


লেখক : কন্টেন্ট রাইটার, ডিজিটাল স্কিলস ফর বাংলাদেশ গ্রুপ


বিবার্তা/উজ্জ্বল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com