শিরোনাম
আইফোন ১০এস ও আইফোন ১০এসম্যাক্স
প্রকাশ : ২৪ অক্টোবর ২০১৮, ১৬:৫৭
আইফোন ১০এস ও আইফোন ১০এসম্যাক্স
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

আগামী ১ নভেম্বর থেকে বাজারে এখন পর্যন্ত সবচেয়ে আধুনিক আইফোন ১০এস এবং আইফোন১০এসম্যাক্স আনছে গ্রামীণফোন।


শুক্রবার থেকে গ্রাহকরা গ্রামীণফোন সেন্টার এবং গ্রামীণফোন ওয়েবসাইট এর মাধ্যমে এই ফোনগুলো প্রি-অর্ডার করতে পারবেন।


আইফোন ১০এস ও ১০এস ম‍্যাক্সের ডিভাইসের ডিসপ্লে সাইজ যথাক্রমে ৫ দশমিক ৮ ও ৬ দশমিক ৫ ইঞ্চি। ৪৫৮ পিপিআই ও এলইডি এইচডিআর ডিসপ্লে রয়েছে এতে।


হ্যান্ডসেট দুটির এ১২ বায়োনিক চিপসেটের ৭ ন‍্যানোমিটারের প্রসেসর আগের এ১১ চিপ থেকে ৩০ শতাংশ উন্নত। এই প্রসেসর অ্যাপলেরই তৈরি।


ডুয়েল ১২ মেগাপিক্সেল ক‍্যামেরার একটি ওয়াইড লেন্স আরেকটি টেলিফটো লেন্স। সেলফি ও ভিডিও চ‍্যাটের জন‍্য সামনে ৭ মেগাপিক্সেল ক‍্যামেরা। অ‍্যাপলের দাবি, ফ্রন্ট ক‍্যামেরা দিয়ে পূর্বের আইফোন ১০ এর চেয়ে থেকে আরও ভালো মানের প্রোটেইট মোডে ছবি তোলা যাবে।


আইপি৬৮ সার্টিফাইড পানিরোধক সুবিধার ফলে ডিভাইসটি ২ মিটার পানির নিচে ৩০ মিনিট ব‍্যবহার করা যাবে। পূর্বের আইফোন থেকে আরও দ্রুত কাজ করবে নতুন ফেইস আইডি, যাতে আনলক হবে দ্রুত। স্টোরিও স্পিকার সুবিধা থাকায় গেইমিং, মিউজিক ও মুভি দেখা হবে আরও উপভোগ্য।


অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে আইওএস ১২। ডিভাইস দুটি গোল্ড, সিলভার ও স্পেস গ্রে রঙে পাওয়া যাবে। রয়েছে ডুয়েল সিম সুবিধা। ৬৪, ১২৮ ও ৫১২ ইন্টারনাল মেমোরির সংস্করণে মিলবে ডিভাইস দুটি।


আইফোন ১০এস ও ১০এস ম‍্যাক্সের দাম শুরু হয়েছে ৯৯৯ ও ১০৯৯ মার্কিন ডলার থেকে।


বিবার্তা/উজ্জ্বল


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com