শিরোনাম
জেট৩৯০ সিরিজের নতুন গেমিং মাদারবোর্ড
প্রকাশ : ২২ অক্টোবর ২০১৮, ১৮:৪২
জেট৩৯০ সিরিজের নতুন গেমিং মাদারবোর্ড
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

প্রথমবারের মত ইন্টেলের জেট৩৯০ সিরিজের নতুন গেমিং মাদারবোর্ড বাজারে নিয়ে আসছে গিগাবাইট। চিপসেটটি জেট৩৯০ সিরিজের একটি উন্নত সংস্করণ।


এটি ইন্টেলের নতুন প্রসেসর কোর আই নাইন ৯৯০০ কে এর জন্য খুব ভালভাবে অপ্টিমাইজ করা হয়েছে। তাই এটি দিয়ে সবগুলো কোরেই ৫ গিগাহার্জেরও বেশি ওভারক্লক করা যাবে।


এছাড়া মেমোরি এক্স এম পি এপ প্রোফাইল ব্যাবহার করে ৪২৬৬ মেগাহার্টজ কিংবা তার থেকেও বেশি ওভারক্লক করা যাবে।


এতে ব্যবহার করা হয়েছে ১২ ফেইজের ভির‍্যাম ডিজাইন ও সেই সাথে থাকছে অসাধারণ কুলিং অপশন।


ওভারক্লক লাভারদের কথা চিন্তা করে এতে এই অসাধারণ কুলিং ও পাওয়ার সাপ্লাইয়ের ব্যবস্থা করা হয়েছে। নানা ধরনের ফিচার্সে ঠাসা এই বোর্ডটিকে একটি প্রিমিয়াম গেমিং বোর্ড বলাটাই শ্রেয়।


আজকাল গেমারদের প্রিয় ফিচার্স হল আরজিবি আর এই বোর্ডের চারপাশেই চোখ ধাধানো আরজিবি লাইটিং এর ব্যবস্থা রয়েছে সে সাথে আছে নানা ধরনের ইফেক্ট। আর বিল্ড কোয়ালিটিতে একে একটি ছোট ট্যাংক বললেও ভুল হবে না। সব প্রিমিয়াম লেভেলের কম্পোনেন্টের সাথে এর পিছনের দিকে আলাদাভাবে আর্মর শিল্ডিং দেয়া হয়েছে।


মাদারবোর্ডের চারটি র‍্যাম স্লট এবং তিনটি পিসিয়াই পোর্টেও আর্মর শিল্ডিং করা হয়েছে। এতে তিনটি এম-২ পোর্ট আছে যার প্রতিটিতেই হিটসিংক ব্যবহার করা হয়েছে।


সাউন্ডের জন্য আছে এএলসি ১২২০ ভিবি যার অসাধারণ সাউন্ড কোয়ালিটি আপনাকে মুগ্ধ করে তুলবে। বোর্ডটিতে আরও পাওয়া যাবেইন্টেল ১৬০এমবির ওয়াই-ফাই।


সুন্দর ও প্রিমিয়াম এই বোর্ডটির কোন সেক্টরেই কোন কমতি রাখা হয়নি। স্মার্ট টেকনোলজি দেশের বাজারে নিয়ে এই সিরিজটি নিয়ে আসছে।


বিবার্তা/উজ্জ্বল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com