শিরোনাম
বিশ্বজুড়ে দুই ঘণ্টা বন্ধ ছিল 'ইউটিউব'
প্রকাশ : ১৭ অক্টোবর ২০১৮, ১১:৪৩
বিশ্বজুড়ে দুই ঘণ্টা বন্ধ ছিল 'ইউটিউব'
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

বিশ্বজুড়ে দুই ঘণ্টা বন্ধ ছিল জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্লাটফর্ম 'ইউটিউব'। বাংলাদেশসহ প্রায় সব দেশেই বুধবার সকালে কয়েক ঘণ্টা ইউটিউবে ভিডিও দেখা যায়নি। সার্ভার সমস্যার কারণে ইউটিউব বন্ধ ছিল বলে জানা গেছে।


গণমাধ্যম দ্য সানের খবরে বলা হয়েছে, এই সমস্যা এশিয়া, ইউরোপ, উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকায় দেখা যায়। আন্তর্জাতিক সময় সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত বন্ধ ছিল ইউটিউব। অন্তত দুই ঘণ্টা বন্ধ থাকার পর ইউটিউব সচল হয়।


এ ঘটনায় দুঃখ প্রকাশ করে টুইটারে এক বিবৃতিতে ইউটিউব বলেছে, ‘আমরা ইউটিউব ব্যবহারকারীদের কাছে আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করছি। বিষয়টি আমাদের নজরে আসার পর দ্রুতই খুলে দেয়া হয়েছে ইউটিউব।’


বিবার্তা/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com