শিরোনাম
স্টার্টআপ পরিকল্পনায় যা করতে হবে
প্রকাশ : ১৬ অক্টোবর ২০১৮, ০০:১৯
স্টার্টআপ পরিকল্পনায় যা করতে হবে
শাহানাজ ইসলাম সানু
প্রিন্ট অ-অ+

ছোট একটা চারাগাছকে যত্ন করে পরিচর্যা করার পর আস্তে আস্তে সেটি বড় গাছে রূপান্তরিত হয়। ঠিক তেমনিভাবে একজন উদ্যোক্তার মেধা, শ্রম ও জ্ঞান দিয়ে একদম ছোট থেকে ইউনিক আইডিয়া নিয়ে স্টার্টআপ কোম্পানি তৈরি হয়।


স্টার্টআপ হলো নতুন কিছু ইউনিক আইডিয়া যা দ্বারা সমস্যার সমাধান করে নতুন কিছু করা, নতুন পথের সন্ধান দেওয়া ও নিজের লালিত স্বপ্নকে বাস্তবায়ন করা যায়।


একটা স্টার্টআপ কোম্পানির বৈশিষ্ট্য
১. আইডিয়ার দিক থেকে এরকম কোন কোম্পানির আস্তিত্ব নেই।
২. যে পণ্য বা সেবাকে লক্ষ্য রেখে কোম্পানিটি শুরু হচ্ছে সেটি একদম ইউনিক ও ধারণাটি নতুন অথবা পুরাতন কোন সমস্যার সমাধান নতুন করে উপস্থাপন করা।
৩. কোম্পানিটি শুরুর দিক দিয়ে সফল হবে এইটা ভাবা ভুল। শুরুর দিকে ক্ষতি হবে ধৈর্য ধরে লেগে থাকতে হবে। তা কিছুদিন মাস পেরিয়ে বছর ও হতে পারে।
৪. স্টার্টআপ কোম্পানি শুরুর মূলধন হলো জমানো টাকা।
৫. অল্পপুঁজিতে স্টার্টআপ বিজনেস শুরু করে কঠোর পরিশ্রম, মেধা ও ধৈর্য ধরে সফলতার শীর্ষে নিয়ে যাওয়া।


স্টার্টআপ পরিকল্পনায় কি কি অন্তর্ভুক্ত থাকবে
১. মিশনের বিবরণ
২. পণ্য বা সেবার বিস্তারিত বর্ণনা
৩. পণ্যের সম্ভাব্য বাজার
৪. স্টার্টআপ কোম্পানির মডেল/খসড়া
৫. মোট বিনিয়োগের সম্ভাব্য পরিমাণ
৬. প্রয়োজনীয় অর্থের হিসাব রেকর্ড ইত্যাদি।


স্টার্টআপ কোম্পানি যে কোন সময় বিপর্যয়ের মুখে পড়তে পারে। এই বিপর্যয় ঠেকানোর মূলমন্ত্র হলো ধৈর্য ও প্রস্তুতি।


লেখক : উদ্যোক্তা


বিবার্তা/উজ্জ্বল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com