শিরোনাম
গুগল হোম হাবের প্রি-অর্ডার শুরু ২২ অক্টোবর
প্রকাশ : ১১ অক্টোবর ২০১৮, ১৫:৩৬
গুগল হোম হাবের প্রি-অর্ডার শুরু  ২২ অক্টোবর
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

কোম্পানির প্রথম ডিসপ্লেসহ বাজারে এল স্মার্ট অ্যাসিস্ট্যান্ট গুগল হোম হাব। সম্প্রতি নিউইয়র্কের এক ইভেন্টে নতুন দুটি মডেলের স্মার্টফোন, ট্যাবলেট ও হোম হাব উন্মোচন করেছে গুগল।


এই স্মার্ট অ্যাসিস্ট্যান্ট ডিভাইসে রয়েছে একটি ৭ ইঞ্চি টাচস্ক্রিন ডিসপ্লে। এই ডিসপ্লের মাধ্যমে ম্যাপ, ইউটিউব, সার্চ, ফটোজের মতো সার্ভিস সহজেই ব্যবহার করা যাবে।


কোম্পানির প্রোডাক্ট ম্যানেজার দিয়া জলি জানিয়েছেন, গত এক বছরে গুগল হোম এর মাধ্যমে ৪০০ শতাংশ বেশি সার্চ হয়েছে। তাই নতুন এই ডিসপ্লে আরও বেশি মানুষকে গুগল হোম হাব ব্যবহারের অনুপ্রাণিত করবে।


সাধারণ গুগর সার্চ থেকে শুরু করে গুগল অ্যাসিস্ট্যান্টের সব কাজ করতে পারবে গুগল হোম হাব।


এছাড়াও ইউটিউব বা ম্যাপ এর মতো গুরুত্বপূর্ণ সার্ভিস ব্যবহার করা যাবে গুগল হোম হাব থেকে। এছাড়াও স্মার্ট হোম নেটওয়ার্কে কানেক্টেড সব ডিভাইস এক জায়গা থেকেই কন্ট্রোল করা যাবে গুগল হোম হাব এর মাধ্যমে।


বিশ্রামের সময় গুগল ফটোস থেকে একটি দারুণ ফটো অ্যালবামের কাজ করবে এই ডিভাইস।


চারটি আলাদা রঙে পাওয়া যাবে গুগলের এইহোম হাব। এর দাম ১৪৯ মার্কিন ডলার। আগামী ২২ অক্টোবর থেকে হোম হাব প্রি-অর্ডার শুরু হবে।


আপাতত শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ায় বিক্রি শুরু হবে গুগল হোম হাব। সূত্র : এনগেজেট ও টাইমসঅবইন্ডিয়া


বিবার্তা/উজ্জ্বল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com