শিরোনাম
২৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা নিয়ে এলো অপো কে১
প্রকাশ : ১১ অক্টোবর ২০১৮, ১৩:৩৪
২৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা নিয়ে এলো অপো কে১
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সাথে নতুন বাজেট ফোন ‌‘অপো কে১’ উন্মোচন করলো চীনা স্মার্টফোন প্রস্তুতকারী কোম্পানি অপো। ফোনটি লাল ও নীল রঙে পাওয়া যাবে।


অ্যান্ড্রয়েড ৮.১ ওরিও অপারেটিং সিস্টেমের সাথে আসা অপো কে১ ফোনে একটি ৬.৪ ইঞ্চি ফুল এইচডি + ডিসপ্লে আছে যার স্ক্রিন রেজল্যুশন ১০৮০×২৩৪০ পিক্সেল এবং আসপেক্ট রেশিও ১৯.৫:৯। সাথে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং পেছনের প্যানেলে ৩ডি গ্লাস দেওয়া হয়েছে।


এছাড়াও ফোনের স্ক্রিন টু বডি রেশিও হলো ৯১ শতাংশ। এই ফোনে ব্যবহার করা হয়েছে ২.২ গিগাহার্টজ অক্টাকোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬০ প্রসেসর।


অপো কে১ ফোনে ১৬ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা আছে। এছাড়াও ২৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে সেলফির জন্য।


অপো কে১ ফোনটি দুটি স্টোরেজ বিকল্পের সাথে বাজারে এসেছে ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজ এবং ৬ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজ। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর ইন্টারনাল মেমরি ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।


ফোনটিতে ব্যবহার করা হয়েছে শক্তিশালী ৩ হাজার ৬০০ মিলিঅ্যাম্পি অ্যাওয়ারের ব্যাটারি।


ফোনটির মূল্য কত এবং কবে দেশের বাজারে আসবে সে বিষয়ে এখনো কোনো খবর পাওয়া যায়নি। সূত্র : গেজেট ও দ্য ভার্জ



বিবার্তা/উজ্জ্বল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com