শিরোনাম
‘এই মেধাবীরাই ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে ভূমিকা রাখবে’
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০১৮, ১২:৫৯
‘এই মেধাবীরাই ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে ভূমিকা রাখবে’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বিশ্বের শীর্ষ প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ের সবচেয়ে বড় সিএসআর প্রোগ্রাম ‘সিডস ফর দ্য ফিউচার-২০১৮’-এর সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।


শুক্রবার বাংলাদেশ সময় বেলা ১০টার দিকে চীনের শেনজেনে হুয়াওয়ের প্রধান কার্যালয়ে এ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে হুয়াওয়ে কর্তৃপক্ষ বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে বাছাই করা ১০ জন আইসিটি মেধাবী শিক্ষার্থীর এবং বাংলাদেশ সরকারের ‘ভিশন-২০২১’ এজেন্ডার ভূয়সী প্রশংসা করেন।


তারা বলেন, এ বছর আয়োজিত সিডস ফর দ্য ফিউচার অনুষ্ঠানে বাংলাদেশ থেকে ব্যাপক সাড়া পাওয়া গেছে এবং এই মেধাবীরাই সামনে এগিয়ে গিয়ে ‘ডিজিটাল বাংলাদেশ’ বাস্তবায়নে ভূমিকা রাখবে।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুয়াওয়ের গ্লোবাল সিএসআর প্রধান হলি রানাইভোজানানি, ক্যামেরুনের উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষার্থী সহায়তা বিভাগের সহপরিচালক বালা নি এনাইগুয়ে মিনকাদা এবং ক্যামেরুন, চাদ ও তুরস্কের আরো ৩০ জন শিক্ষার্থী।


অনুষ্ঠানে হুয়াওয়ের গ্লোবাল সিএসআর প্রধান হলি রানাইভোজানানি বলেন, আমরা বাংলাদেশী শিক্ষার্থীদের পেয়ে খুবই আনন্দিত। তারা প্রমাণ করেছে বাংলাদেশ এখন শিক্ষা ও প্রযুক্তিতে অনেক এগিয়ে। তাদের অগ্রযাত্রা অব্যাহত থকবে। হুয়াওয়ে তাদের পাশে সবসময় থাকবে। আমরা যে তথ্য প্রযুক্তিভিত্তিক উন্নত ও সংযুক্ত বিশ্বের স্বপ্ন দেখি, এই শিক্ষার্থীরাই হবেন ওই স্বপ্ন বাস্তবায়নের অগ্রপথিক।


তিনি বলেন, আমরা আশা করছি চীন সফরে এসে শিক্ষার্থীরা যে অভিজ্ঞতা অর্জন করেছে সেটা তাদের বাস্তব কর্মজীবনে সামনের দিকে এগিয়ে যেতে সহায়তা করবে। সিডস ফর দ্য ফিউচার-২০১৮ সফল করতে যেসকল হুয়াওয়ের কর্মকর্তা পরিশ্রম করেছেন তাদের আন্তরিক ধন্যবাদ জানাই।


প্রসঙ্গত, গত ১৬ জুলাই রাজধানীর গুলশানে হুয়াওয়ের কাস্টমার সল্যুশন ইনোভেশন অ্যান্ড ইন্টিগ্রেশন এক্সপেরিয়েন্স সেন্টারে (সিএসআইসি) আয়োজিত এক সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে বাংলাদেশে এই প্রতিযোগিতা শুরু হয়। পরবর্তীতে বাংলাদেশ শীর্ষস্থানীয় ৫টি বিশ্ববিদ্যালয় থেকে বাছাই প্রক্রিয়ার মাধ্যমে ১০ জন আইসিটি মেধাবী শিক্ষার্থীকে চূড়ান্ত করা হয়।


বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে- ঢাকা বিশ্ববিদ্যালয়, ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।


চীনে নিয়ে যাওয়ার আগে গত ৬ সেপ্টেম্বর সিএসআইসি-তে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের সংবর্ধনা দেয় হুয়াওয়ে বাংলাদেশ। গত ৭ সেপ্টেম্বর তারা চীনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে এবং ৮ সেপ্টেম্বর শিক্ষার্থীদের ঘুরে দেখানো হয় চীনের মহাপ্রাচীর ও ফরবিডেন সিটি।


এরপর ১১ সেপ্টেম্বর বেইজিংয়ে বাংলাদেশী শিক্ষার্থীদের স্বাগত জানায় হুয়াওয়ে কর্তৃপক্ষ। পরে চীনের একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা চীনা সংস্কৃতি বিষয়ে ধারণা লাভ করে। শিল্পক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতা দেয়ার জন্য ১৩ সেপ্টেম্বর তাদের নিয়ে যাওয়া হয় শেনজেনে হুয়াওয়ের প্রধান কার্যালয়ে। সেখানে বাংলাদেশী শিক্ষার্থীদের সাথে অংশ নেন আরো চারটি দেশের শিক্ষার্থীরা।


বিবার্তা/উজ্জ্বল/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com