শিরোনাম
বিশ্বের প্রথম হাইড্রোজেনচালিত ট্রেনের যাত্রা শুরু
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০১৮, ১৮:২০
বিশ্বের প্রথম হাইড্রোজেনচালিত ট্রেনের যাত্রা শুরু
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

বিশ্বে প্রথম হাইড্রোজেনচালিত ট্রেন চালু করলো জার্মানি। এ ট্রেন কার্বন নিঃসরণ করবে না। ফলে এটি পরিবেশ দূষণকারী ডিজেলচালিত ট্রেনের বিকল্প হয়ে উঠবে বলেই ধারণা করা হচ্ছে।


ফ্রান্সের টিজিভি ট্রেননির্মাতা প্রতিষ্ঠান আলস্টোমের তৈরি করা দুটি উজ্জ্বল নীলাভ কোরাডিয়া আইলিনট ট্রেন সোমবার জার্মানির উত্তরাঞ্চলের কুক্সহাফেন, ব্রেমারহাফেন, ব্রেমারফোয়ারডে ও বুক্সটেহুডে শহরের মধ্য দিয়ে ১০০ কিলোমিটার পথ অতিক্রম করে।


ব্রেমারফোয়ারডেতে ট্রেনটি উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আলস্টোমের প্রধান নির্বাহী কর্মকর্তা অঁরি পুপা-লেফার্জ বলেন, ‘‘বিশ্বের প্রথম হাইডোজেনচালিত ট্রেনের বাণিজ্যিক ব্যবহার শুরু হচ্ছে। আমরা একের পর এক এই ট্রেন উৎপাদনের জন্য প্রস্তুত।''


২০২১ সালের মধ্যে লোয়ার সাক্সনি রাজ্যকে কার্বন নিঃসরণ করে না এমন ১৪টি ট্রেন দেয়ার কথা রয়েছে বলে জানায় অ্যালস্টোম।


হাইড্রোজেন ট্রেনের জ্বালানির জন্য ‘ফুয়েল সেল' ব্যবহার করা হয়, যা হাইড্রোজেন ও অক্সিজেনের সমন্বয়ে বিদ্যুৎ উৎপাদন করে। এ প্রক্রিয়ায় শুধু জলীয়বাষ্প ও পানি বের হয়। ট্রেনে রাখা লিথিয়াম আয়নের ব্যাটারিতে অতিরিক্ত শক্তি সঞ্চিত থাকে।


কোরাডিয়া আইলিনট ট্রেন এক ট্যাংক হাইড্রোজেন দিয়ে ১,০০০ কিলোমিটার পথ চলতে পারে।


আলস্টোমের এই প্রকল্পের ব্যবস্থাপক স্টেফান শোয়াঙ্ক বলেন, ‘‘হাইড্রোজেন ট্রেনের দাম ডিজেল ট্রেনের চেয়ে বেশি হতে পারে, কিন্তু এটা চালানোর খরচ কম।''


ব্রিটেন, নেদারল্যান্ডস, ডেনমার্ক, নরওয়ে, ইটালি ও ক্যানাডাসহ আরো কয়েকটি দেশ হাইড্রোজেনচালিত ট্রেনের প্রতি আগ্রহ দেখিয়েছে বলে জানিয়েছে আলস্টোম। ফ্রান্সে ২০২২ সালের মধ্যে হাইড্রোজেন ট্রেন নামানোর ঘোষণা দিয়েছে সরকার। সূত্র : এএফপি


বিবার্তা/হুমায়ুন/মৌসুমী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com