শিরোনাম
উদ্যোক্তাদের কর্মশালা ২৯ সেপ্টেম্বর
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০১৮, ১৬:২৯
উদ্যোক্তাদের কর্মশালা ২৯ সেপ্টেম্বর
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ ইউকে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (বুকান) অধীনে ও রাদিয়া আইএনসি’র সহযোগিতায় ‘এন্টারপ্রনারশিপ ভিসতা’ শীর্ষক কর্মশালার আয়োজন করছে ব্রিটিশ কাউন্সিল।


কর্মশালাটি আগামী ২৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে ব্রিটিশ কাউন্সিল কার্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত হবে। অর্ধদিনব্যাপী এ কর্মশালাটি দুপুর আড়াইটায় শুরু হয়ে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত চলবে।


বুকান বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিলের একটি অভিনব উদ্যোগ। দেশের সব ইউকে অ্যালামনাইদের জন্য একটি সাধারণ অ্যাসোসিয়েশন ও প্ল্যাটফর্ম গঠনে এবং এর শক্তিশালীকরণে কাজ করে বুকান। এই অতুলনীয় কর্মসূচি ‘এন্টারপ্রনারশিপ ভিসতা’ এ দেশের উদ্যমী উদ্যোক্তাদের জন্য প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে যেখান থেকে অংশগ্রহকারীরা ব্যবসায়িক উদ্যোগ শুরু করা থেকে সফল হওয়া পর্যন্ত প্রয়োজনীয় জ্ঞান নিতে পারবেন এবং ডোমেইন এক্সপার্ট ও উদ্যোক্তারা নিজেদের অভিজ্ঞতা আদান-প্রদান করতে পারবেন।


এ কর্মশালায় অন্তর্ভুক্তি, বৈচিত্র্য ও সহানুভূতির ভিত্তিতে মনোনীত ২০ থেকে ৩৫ বছর বয়সী আবেদনকারীদের মধ্য থেকে যাচাই প্রক্রিয়ার মাধ্যমে ১০০ জনকে নির্বাচন করা হবে। তারা বিনামূল্যে এ কর্মশালায় অংশগ্রহণ করতে পারবেন। কর্মশালায় পুরুষের পাশাপাশি নারীদের অংশগ্রহণ বাড়িয়ে জাতিসংঘের সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল (এসডিজি) অর্জনে সমাজভিত্তিক উদ্যোগ কিভাবে হাতিয়ার হিসেবে কাজ করতে পারে তার ওপর আলোকপাত করা হবে।


‘এন্টারপ্রনারশিপ ভিসতা’র প্রতিপাদ্যগুলো হলো- সামাজিক উদ্যোগ - এসডিজি’র লক্ষ্যমাত্রা অর্জন, তরুণ উদ্যোক্তাদের প্রতিকূলতা ও সম্ভাবনা, বাংলাদেশের উদ্যোক্তা ইকোসিস্টেম: রোডম্যাপ, উদ্যোগ গ্রহণের কৌশল, স্টার্ট আপের জন্য বিনিয়োগ সোর্স করা, স্টার্টআপের জন্য যোগাযোগ করা এবং নারী উদ্যোগ: বাংলাদেশের প্রেক্ষাপট।


কর্মশালায় নিবন্ধনের শেষ তারিখ ১৯ সেপ্টেম্বর। কর্মশালা সংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে https://www.facebook.com/events/927687090772650/ - এই ঠিকানায়।


বিবার্তা/উজ্জ্বল/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com