শিরোনাম
হুয়াওয়ের স্মার্ট স্পিকার এআই কিউব
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০১৮, ১৩:৫৯
হুয়াওয়ের স্মার্ট স্পিকার এআই কিউব
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

আইএফএ ২০১৮ এর প্রযুক্তি প্রদর্শনীতে একের পর এক চমক দেখাচ্ছে প্রযুক্তিবিষয়ক প্রতিষ্ঠান হুয়াওয়ে। এর মধ্যে নজর করেছে হুয়াওয়ের স্মার্ট স্পিকার এআই কিউব।


হুয়াওয়ে জানিয়েছে, হুয়াওয়ের এআই কিউব কাজ করে অ্যামাজনের অ্যালেক্সাকে ব্যবহার করে। নতুনত্বের দিক থেকে বাজারে থাকা অন্যান্য স্মার্ট স্পিকারের চেয়ে আলাদা কিছু বৈশিষ্ট্য রয়েছে হুয়াওয়ের এই স্মার্ট স্পিকারটিতে।


এটিকে রাউটার হিসেবেও ব্যবহার করা যাবে। শুধু এই নয়, এই স্মার্টস্পিকারে সিম ব্যবহার করে কল করা যাবে। এটি ফোরজি সিম সাপোর্ট করে। সহজে ওয়াইফাই হটস্পট তৈরি করা সম্ভব।


তবে স্পিকারটির মাধ্যমে কল করা গেলেও স্থানীয় মোবাইল অপারেটরের অনুমতি প্রয়োজন। এছাড়া মোবাইল অপারেটররাও হুয়াওয়ের সঙ্গে পার্টনারশিপে এ পণ্য বিক্রি করতে পারে। সূত্র: ম্যাশেবল


বিবার্তা/উজ্জ্বল/শারমিন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com