শিরোনাম
আকাশে ট্যাক্সি সেবা আনতে চলেছে উবার
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৫৪
আকাশে ট্যাক্সি সেবা আনতে চলেছে উবার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

সারাবিশ্বে জনপ্রিয় অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং পরিবহন সেবার নাম উবার। মোটরসাইকেল, ট্যাক্সিতে সেবার পর এবার আকাশে ট্যাক্সি সেবা চালু করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।


উবার জানিয়েছে, আপাতত বিশ্বের পাঁচটি দেশে ট্যাক্সি উড়ানো প্রজেক্ট শুরু করা হবে। এই পাঁচটি দেশ হলো- জাপান, অস্ট্রেলিয়া, ব্রাজিল, ফ্রান্স ও ভারত। আগামী পাঁচ বছরের মধ্যে ভারতের শহরের আকাশে উড়বে ট্যাক্সি সেবা।


সম্প্রতি টোকিওতে এক ইভেন্টে এই কথা জানিয়েছে উবার।


উবার বলেছে, ভারতের মুম্বাই, দিল্লি, বেঙ্গালুরু বিশ্বের সবথেকে ঘনবসতিপূর্ণ শহরগুলোর অন্যতম। এই শহরগুলোতে কয়েক কিলোমিটার রাস্তা যেতে কয়েক ঘন্টা সময় লেগে যায়। ‘উবার এয়ার’ এর মাধ্যমে এই সব শহরের যাত্রা সময় বিপুলভাবে কমিয়ে নিয়ে আসা সম্ভব।


উবার আরো জানিয়েছে, শুরুতে মার্কিন যুক্তরাষ্ট্রের ডালাস ও লস এঞ্জলেসের সাথেই এই পাঁচটি দেশের মধ্যে থেকে বেছে নেয়া একটি শহরে এই পরিসেবা শুরু হবে।


প্রতিষ্ঠানটি বলছে, এই সব শহরের গ্রাহকরা একটি বোতামে চাপ দিয়ে নিজের উড়ান বুকিং দিতে পারবেন।


গত মে মাসে এক ইভেন্টে এই কথা জানিয়েছিল কোম্পানিটি। ওই ঘোষণার পর এবার এই পাঁচটি দেশের মধ্যে থেকে পছন্দ করা একটি শহরের আকাশে ট্যাক্সি পরিসেবা শুরু করবে উবার। সূত্র: ইন্ডয়ানওয়েবটু


বিবার্তা/উজ্জ্বল/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com