শিরোনাম
৪ জিবি র‍্যামে আসছে শাওমি রেডমি নোট ৬প্রো
প্রকাশ : ৩১ আগস্ট ২০১৮, ১৪:২৬
৪ জিবি র‍্যামে আসছে শাওমি রেডমি নোট ৬প্রো
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রেডমি নোট সিরিজের সর্বশেষ সংস্করণ ‘রেডমি নোট ৫প্রো’ এর ব্যাপক সাফল্যের ধারাবাহিকতায় এবার চলতি বছর রেডমি নোট সিরিজের ষষ্ঠ সংস্করণ ‘রেডমি নোট ৬ ও নোট ৬প্রো’ আনতে চলেছে চীনভিত্তিক মোবাইলফোন প্রস্তুতকারী প্রতিষ্ঠান শাওমি।


চলতি বছরের যেকোনো সময় এ ডিভাইসটি বাজারে উন্মোচন করবে বলে জানা গেছে।


রেডমি নোট ৪প্রো এবং রেডমি নোট ৫প্রো গ্রাহকদের কাছে ইতোমধ্যে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। এরই ফলে রেডমি নোট ৬ সিরিজের নতুন স্মার্টফোন আনছে প্রতিষ্ঠানটি।


ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েবসাইট ও প্রত্যয়নদানকারী প্রতিষ্ঠানের ওয়েবসাইটে রেডমি নোট ৬প্রো দেখা গেছে।


ফাঁস হওয়া তথ্যমতে, স্মার্টফোনটিতে ৫ দশমিক ৪৫ ইঞ্চি নচ ডিসপ্লে ব্যবহার করা হতে পারে। এর রেশিও ১৯ : ৯।


ডিভাইসটির ডিসপ্লের রেজল্যুশন হবে ১০৮০×২২৮০ পিক্সেল। এটি চলবে এমআইইউআই ১০ ভিত্তিক অ্যান্ড্রয়েড ৮.০ অরিও অপারেটিং সিস্টেমে।


ফোনটিতে দীর্ঘক্ষণ চার্জ ধরে রাখার জন্য ৪ হাজার মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি থাকবে। স্মার্টফোনটিতে ডুয়াল রিয়ার ক্যামেরা থাকবে।


পাঁচটি রঙে রেডমি ৬প্রো তিনটি সংস্করণে বাজারে আসবে। এগুলো হচ্ছে ৩ গিগাবাইট র‍্যাম ও ৩২ গিগাবাইট অভ্যন্তরীণ স্টোরেজ, ৪ গিগাবাইট র‍্যাম ও ৩২ গিগাবাইট অভ্যন্তরীণ স্টোরেজ এবং ৪ গিগাবাইট র‍্যাম ও ৬৪ গিগাবাইট অভ্যন্তরীণ স্টোরেজ।


ফোন তিনটির মূল্য সম্পর্কে কিছু জানা যায়নি। সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস ও এনডিটিভি।


বিবার্তা/উজ্জ্বল/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com