শিরোনাম
জটিল অস্ত্রোপচারের রোবট দ্য ভিঞ্চি
প্রকাশ : ২৭ আগস্ট ২০১৮, ১৩:৫০
জটিল অস্ত্রোপচারের রোবট দ্য ভিঞ্চি
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

মানুষের প্রায় অনেক কাজই করে দিতে পারে রোবট মানব। বৃদ্ধদের দেখাশোনা, নাচ-গান করা, বাদ্যযন্ত্র বাজানো, পানিতে সাঁতার কাটা ও গাড়ি নিয়ন্ত্রণ করা। এমনকি সামরিক কাজে ব্যবহার, নিরাপত্তা টহল ও চিকিৎসাবিজ্ঞানের কাজে ব্যবহারের মতো দুরূহ বিষয়কেও সহজ করে তুলতে পারে এই রোবট মানব।


তাদের এসব কার্যক্ষমতার কথা বিশ্ববাসীকে জানাতে চীনে শুরু হয়েছে ২০১৮ ওয়ার্ল্ড রোবট কনফারেন্স। এতে নিয়ে আসা হয়েছে বিভিন্ন কাজের উপযোগী অদ্ভুত সব রোবট।


চিকিৎসাবিজ্ঞানের কাজে ব্যবহারের জন্য একটি রোবট আনা হয়েছে, যা সহজেই জটিল অস্ত্রোপচার করতে পারে। দ্য ভিঞ্চি সার্জিক্যাল সিস্টেম নামে সেই রোবটটি ৩৬০ ডিগ্রি এলাকায় এমনভাবে অস্ত্রোপচার করতে পারে, যা মানুষের পক্ষে সম্ভব নয়।


প্রদর্শনীতে নিয়ে আসা হয়েছে ‘বায়োনিক শার্ক’ নামে একটি পানির নিচে চলাচলের উপযোগী রোবট। এটি শুধু পানির নিচে হাঙ্গরের মতো করে চলাচলই করে না, পানির নিচের তথ্য সংগ্রহ ও অন্যান্য গবেষণার কাজেও এটি সহায়ক।


সেখানেই প্রদর্শিত হচ্ছে পাঁচ মিটার উঁচু রোবটিক বাহু, যা যে কোনো দুই টন ওজনের গাড়িকে অনায়াসে তুলে ফেলতে পারে শূন্যে। এরপর তা মেরামত করা অনেক সহজ হয়ে যায়।


এই সম্মেলনে ১৬০টি রোবট নির্মাতা প্রতিষ্ঠান তাদের রোবট নিয়ে হাজির হয়েছে।


বিবার্তা/উজ্জ্বল/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com