শিরোনাম
মিডরেঞ্জের দু’টি ফোন আনছে মটোরোলা
প্রকাশ : ২৬ আগস্ট ২০১৮, ১৮:১৪
মিডরেঞ্জের দু’টি ফোন আনছে মটোরোলা
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

অত্যাধুনিক সব প্রযুক্তি নিয়ে মিডরেঞ্জের দু’টি ফোন বাজারে আনছে লেনোভোর মালিকানাধীন প্রতিষ্ঠান মটোরোলা। মডেল মটোরোলা ওয়ান পাওয়ার ও মটোরোলা ওয়ান।


ইতোমধ্যেই চীনের বেশ কয়েকটি ওয়েবসাইটে ফোন দু’টির ছবি দেখা গেছে। ৯১ মোবাইলস ব্লগে মটোরোলা ওয়ান পাওয়ার ফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন ফাঁস হয়েছে।


ওই রিপোর্ট মতে, অ্যানড্রয়েড ৮.১ অরিও অপারেটিং সিস্টেমে চালিত মটোরোলা ওয়ান পাওয়ার ফোনটি ইউনিবডি ডিজাইনে তৈরি। এতে রয়েছে ৬.১৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৯:৯।


ছবি তোলার জন্য ফোনের পেছনে একটি ডুয়াল ক্যামেরা সেট আপ থাকছে। এই ক্যামেরায় থাকছে একটি ১৬ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। রিয়ারে একটি ৫ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর থাকবে।


এর ডিসপ্লের উপরে কালো নচে সেলফি ক্যামেরা থাকবে। এর সঙ্গেই থাকছে একটি ডুয়াল রিয়ার ক্যামেরা এবং এলইডি ফ্লাশ।


ফোনের পেছনে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আর নিচে ৩.৫ মিমি হেডফোন জ্যাক। এতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬৩৬ মডেলের চিপসেট ব্যবহার করা হচ্ছে।


৩ গিগাবাইট র‌্যাম এবং ৩২ গিগাবাইট রম এবং ৪ জিবি র‌্যাম এবং ৬৪ জিবি রম ভার্সনে ফোনটি পাওয়া যাবে।


ফোনে ব্যবহার করা হচ্ছে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি। সাথে থাকছে ফাস্ট চার্জিং প্রযুক্তি। তবে ফোন দুটির দাম এবং কবে নাগাদ বাজারে আসছে এ সম্পর্কে কিছু জানা যায়নি। সূত্র : ৯১ মোবাইলস ব্লগ ও এনডিটিভি


বিবার্তা/উজ্জ্বল/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com