শিরোনাম
নিকনের ফুল ফ্রেম মিররলেস দুটি ক্যামেরা
প্রকাশ : ২৫ আগস্ট ২০১৮, ১৭:৩৮
নিকনের ফুল ফ্রেম মিররলেস দুটি ক্যামেরা
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

জনপ্রিয় জেড সিরিজের নতুন দুটি ফুল ফ্রেম ডিজাইনের মিররলেস ক্যামেরা নিয়ে এলো ক্যামেরা প্রস্তুতকারী প্রতিষ্ঠান নিকন। মডেল-জেড সিক্স ও জেড সেভেন।


নিকন জেড সিক্স মডেলের ক্যামেরায় রয়েছে ২৪ দশমিক ৫ মেগাপিক্সেলের সেন্সর। এর আইএসও রেঞ্জ ১০০-৫১২০০। এর হাইব্রিড পিডিএএফ এবং ২৭৩ পয়েন্ট ফ্রেমের ৯০ শতাংশ জায়গা কভার করতে পারে। কনটিনিউয়াস শুটিং মোডে ক্যামেরাটি ১২এফপিএস শুট করতে সক্ষম।


অপরদিকে, নিকন জেড সেভেন ক্যামেরায় রয়েছে ৪৫ দশমিক ৭ মেগাপিক্সেলের ফুল-ফ্রেম সেন্সর। এর আইএসও রেঞ্জ ৬৪-২৫৬০০। এতে ব্যবহার করা হয়েছে হাইব্রিড ফেস ডিটেক্ট অটোফোকাস প্রযুক্তি। এর ৪৯৩ পয়েন্ট ফ্রেমের ৯০ শতাংশ কভার করবে। এই ক্যামেরাটি প্রতি সেকেন্ডে নয়টি ফ্রেম ধারণ করতে সক্ষম। যা নিকন ডি৮৫০ এর চেয়ে ২ এফপিএস গতিশীল।


উভয় ক্যামেরায় বডি ইমেজ স্টাবিলাইজেশন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এগুলোতে ইলেকট্রোনিক ভিউফাইন্ডার রয়েছে। এর রেজুলেশন ৩.৬এম ডট।


নিকন জেড সিক্সের বডির মূল্য ২৬০০ ডলার আর জেড সেভেনের দাম ৩৪০০ ডলার। বডির সাথে লেন্স ও অন্যান্য প্রয়োজনীয় এক্সেসরিজ আলাদা কিনতে হবে। সূত্র: সিনেট


বিবার্তা/উজ্জ্বল/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com