শিরোনাম
ঘণ্টায় ১১৪ কিমি গতিতে ছুটবে হিরো এক্সট্রিম ২০০আর
প্রকাশ : ১৭ আগস্ট ২০১৮, ১৫:০৪
ঘণ্টায় ১১৪ কিমি গতিতে ছুটবে হিরো এক্সট্রিম ২০০আর
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বাইকারদের কাছে হিরো কোম্পানির মোটরসাইকেলের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এরই প্রেক্ষিতে ভারতের সব প্রদেশে হিরো এক্সট্রিম ২০০আর বিক্রি শুরুর ঘোষণা করেছে মোটরসাইকেল প্রস্তুতকারী প্রতিষ্ঠান হিরো।


আগামী সপ্তাহ থেকে এই বাইক বিক্রি শুরু হবে। গত কয়েক মাস ধরেই নির্দিষ্ট কয়েকটি রাজ্যে এই বাইক বিক্রি শুরু করেছিল কোম্পানিটি।


মাত্র ৪.৬ সেকেন্ড সময়ে ০-৬০ কিমি প্রতি ঘণ্টা বেগে ছুটতে পারবে এই বাইক। সর্বোচ্চ ১১৪ কিমি প্রতি ঘণ্টা গতিতে ছুটতে পারবে হিরো এক্সট্রিম ২০০আর।


এই প্রথম এই বিভাগের কোনো বাইকে এবিএস ব্যবহার হয়েছে। এর সাথেই থাকছে ২৭৬ মিমি ফ্রন্ট ডিস্ক।


হিরো এক্সট্রিম ২০০আর একটি এয়ার কুলড সিঙ্গেল সিলিন্ডার ২০০সিসি ইঞ্জিন থাকবে। এই ইঞ্জিনে ১৮.১ বিএইচপি ও ১৭.১ এনএম টর্ক পাওয়া যাবে।


হিরো এক্সট্রিম ২০০আর এ থাকবে অ্যানালগ, ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার। এর সাথেই থাকবে এলইডি পাইলট ল্যাম্প, হ্যালোজেন হেডল্যাম্প, এলইডি টেলল্যাম্প, ডুয়াল টোন বডি গ্রাফিক্স ও টিউবলেস টায়ার।


হিরো এক্সট্রিম ২০০আরতে রয়েছে একটি ১২.৫ লিটার ট্যাঙ্ক। এর সাথেই হিরো এক্সট্রিম ২০০আর এর সাথে পাঁচ বছরের ওয়্যারিন্টি দেবে বলে জানিয়েছে কোম্পানিটি।


পাঁচটি আলাদা রঙ ও সিঙ্গেল চ্যানেল এবিএস অপশনে হিরো এক্সট্রিম ২০০আর পাওয়া যাবে।


দিল্লিতে হিরো এক্সট্রিম ২০০আর এর এক্স শোরুম দাম ৮৯ হাজার ৯০০ টাকা। সূত্র : ইন্ডিয়াকারস


বিবার্তা/উজ্জ্বল/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com