শিরোনাম
নচ ডিসপ্লে ও কৃত্রিম বুদ্ধিমত্তার হেলিও এস সিক্সটি
প্রকাশ : ১৬ আগস্ট ২০১৮, ১১:২৭
নচ ডিসপ্লে ও কৃত্রিম বুদ্ধিমত্তার হেলিও এস সিক্সটি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বাজারে এলো নচ ডিসপ্লে এবং তারবিহীন চার্জিং পদ্ধতি সম্বলিত নতুন ফোন। মডেল হেলিও এস সিক্সটি। মঙ্গলবার ফোনটি বাজারে বিক্রির ঘোষণা দেয়া হয়।


এই ফোনে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ফেসিয়াল রিকগনিশন ফিচার ব্যবহার করা হয়েছে। ৬.২ ইঞ্চির আইপিএস নচ ডিসপ্লের এই ফোনের অ্যাসপেক্ট রেশিও ১৯:৯।


ফোনটিতে রয়েছে ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি রম। অক্টাকোর প্রসেসর সম্বলিত এই ফোনের মেমোরি ২৫৬ জিবি পর্যন্ত বাড়িয়ে নেয়ার সুযোগ আছে।


ছবির জন্য আছে ১৬ ও ৫ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা। সেলফি ক্যামেরা ১৬ মেগাপিক্সেলের।


ব্যাকআপের জন্য আছে ৩ হাজার মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি। আর ব্যাটারি চার্জ দেয়ার জন্য রয়েছে তারবিহীন চার্জিং ডক।


ফোনের দাম রাখা হয়েছে ২৫ হাজার ৯৯০ টাকা।


বিবার্তা/উজ্জ্বল/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com