শিরোনাম
‘বঙ্গবন্ধু’ অ্যাপ সম্পর্কে যা বলেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ
প্রকাশ : ১৫ আগস্ট ২০১৮, ১৩:৩৫
‘বঙ্গবন্ধু’ অ্যাপ সম্পর্কে যা বলেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

‘অনেক দিন পর মনের মতো একটি অ্যাপ্লিকেশন (অ্যাপ) পেলাম। যা থেকে দেশ এবং জাতি উপকৃত হবে। ধন্যবাদ বাংলাদেশ সরকার।’ বঙ্গবন্ধুকে নিয়ে তৈরি অ্যাপ সম্পর্কে এমনটাই রিভিউ (মন্তব্য) দিয়েছেন সাখাওয়াত আলম।


তরুণ প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর জীবনাদর্শ ও দিকনির্দেশনামূলক রাজনৈতিক কর্মকাণ্ডের বক্তব্য, অডিও, ভিডিও তুলে ধরতে বঙ্গবন্ধুকে নিয়ে এমসিসি লিমিটেডের মাধ্যমে ‘বঙ্গবন্ধু’ নামের মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করা হয়েছে।


এই মহতী উদ্যোগ নেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। পরে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের জন্য অ্যাপটি তৈরি করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ।


অ্যাপটি নিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় পাঁচ হাজার জন পাঁচ তারকা রিভিউ (মন্তব্য) দিয়েছেন। এখান থেকে কয়েকটি মন্তব্য বিবার্তার পাঠকদের জন্য তুলে ধরা হলো :


মাইনুল ইসলাম টিএম মন্তব্যে লিখেছেন, ‘চমৎকার উদ্যোগ। কৃতজ্ঞতা তাদের প্রতি যাদের নিবেদিত শ্রমে নির্মিত হয়েছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনকের ডিজিটাল সংগ্রহশালা।’


বঙ্গবন্ধুকে নিয়ে এতো চমৎকার আ্যপটি তৈরি করার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন মিনহাজ চৌধুরী। তিনি মন্তব্যে লিখেছেন, ‘আশা করি আ্যপটি বিশেষ করে তরুণ প্রজন্মের জন্য বঙ্গবন্ধুকে জানার জন্য দারুণ সহায়ক হবে।’


অ্যাপটিকে নিয়ে প্রশংসা করেছেন রিয়াদ। তিনি লিখেছেন, ‘দ্য গ্রেট লিডার একজন সাধারণ মানুষ কিভাবে হিমালয়ের মত বিশাল হতে পারে, অ্যাপে সহজভাবে সংক্ষেপ তুলে ধরছে।’


মামুন লিখেছেন, ‘খুবই ভালো একটি প্রচেষ্টা। বঙ্গবন্ধুকে নিয়ে এমন প্রচেষ্টা আরো অব্যাহত থাকা উচিত। নতুন প্রজন্মের যারা তার (জাতির পিতা) সম্পর্কে আরো ব্যাপকভাবে জানতে চায় এবং সর্বোপরি সবার জন্য এরকম অ্যাপ্লিকেশন আর প্রচেষ্টা আরো বেশি বেশি করে ডিজিটালাইজড মাধ্যমে আসা উচিত। সর্বোপরি এর সাথে জড়িত সবাইকে আন্তরিক শুভেচ্ছা। জয় বাংলা...।’


এস আর সুমন অ্যাপটিকে নিয়ে প্রশংসা করার পাশাপাশি এটিকে আরেকটু ডেভেলপ করার পরামর্শ দিয়েছেন। তিনি মন্তব্যে লিখেছেন, ‘জাতিরজনকের এই অ্যাপটি খুবই ভাল। তবে অসমাপ্ত আত্মজীবনী নিয়ে আলাদা একটা অ্যাপ চাই, যেখানে পিডিএফ এর ঝামেলা থাকবে না।’


রাজেশ সরকার লিখেছেন, ‘বাংলাদেশের অপর নাম বঙ্গবন্ধু। বাংলাদেশের যা অর্জন যা কিছু প্রাপ্তি তা সবকিছুই একমাত্র বঙ্গবন্ধুর জন্য...। তাই বাংলাদেশের নামের সাথে বঙ্গবন্ধুর নাম অঙ্গাঙ্গীভাবে জড়িত।’


অ্যাপটিকে নিয়ে সমালোচনা করে গঠনমূলক মন্তব্য করেছেন রাফিউল করিম। তিনি লিখেছেন, ‘ভালই লাগল। তবে তার হাতের লেখা বা তাকে উদ্দেশ্য করে লেখা চিঠিগুলোর অরিজিনাল কপিটা স্ক্যান করে দিলে ভাল হত।’


তরিকুল ইসলাম লিখেছেন, ‘অসাধারণ! সত্যি বলতে কি এই জিনিসটার খুব দরকার ছিল। এর মাধ্যমে বাঙালি তার পিতাকে চিনতে পারবে। জানতে পারবে এবং ভালোবাসবে। জয় বাংলা!’


ডেভেলপারদের ধন্যবাদ জানিয়েছেন আকতারুজ্জামান। তিনি লিখেছেন, ‘পলাশবাড়ী, গাইবান্ধা নতুন প্রজন্মের জন্য অ্যাপটি খুব গুরুত্বপূর্ণ৷ এর মাধ্যমে নতুন প্রজন্ম বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হবে৷ থ্যাংকস ডেভেলপারস।’


নাজমুল হাকিম লিখেছেন, ‘অসাধারণ। জাতির জনকের আদর্শ সকলের মধ্যে ছড়িয়ে দেবার প্রশংসনীয় উদ্যোগ। জয় বাংলা জয় বঙ্গবন্ধু।’


অ্যাপটিতে প্রবেশ করলে মূল মেন্যুতে রয়েছে বঙ্গবন্ধুর আত্মজীবনী, বঙ্গবন্ধুর রঙিন ভিডিওচিত্র (ভাষণ), সাক্ষাৎকার, চিঠি, বঙ্গবন্ধু ফটো গ্যালারি এবং বঙ্গবন্ধু জাদুঘর এই ছয়টি মেনু।


অ্যাপটি ইতোমধ্যেই পঞ্চাশ হাজারেরও বেশিবার ইনস্টল করা হয়েছে। গুগল ও অ্যাপলের অ্যাপ-স্টোর থেকে এসব অ্যাপ্লিকেশন ডাউনলোড করা যাচ্ছে।


গুগল প্লে-স্টোর থেকে আগ্রহীরা অ্যাপটি ইনস্টল করতে যেতে হবে : https://play.google.com/store/apps/details?id=com.mcc.bangabandhu&hl=en এই লিংকে।


বিবার্তা/উজ্জ্বল/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com