শিরোনাম
হায়ারের ৮৬ ইঞ্চি অল-ইন-ওয়ান ইন্টারেকটিভ স্মার্টবোর্ড
প্রকাশ : ০৫ আগস্ট ২০১৮, ১৬:৩২
হায়ারের ৮৬ ইঞ্চি  অল-ইন-ওয়ান ইন্টারেকটিভ স্মার্টবোর্ড
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

দেশের শীর্ষস্থানীয় প্রযুক্তিপণ্য বাজারজাতকারী প্রতিষ্ঠান ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেড বাংলাদেশের বাজারে নিয়ে এলো ৮৬ ইঞ্চি অল-ইন-ওয়ান ইন্টারেক্টিভ এলইডি স্মার্টবোর্ড।


এই পর্যন্ত দেশের বাজারে আসা সবচেয়ে বড় অল-ইন-ওয়ান ইন্টারেকটিভ বোর্ড বলে দাবি প্রতিষ্ঠানটির।


ফোর-কে ইউ এইচডি রেজুলেশনের এই স্মার্টবোর্ডটিতে রয়েছে ইনটেলের কোর-আই ফাইভ সিপিইউ, ফোর জিবি র‍্যাম এবং ৫০০ জিবি হার্ড ডিস্ক।


ইনফ্রারেড টাচ সেন্সর যুক্ত এই বোর্ডটিতে রয়েছে টেন টাচ সেন্সর যা ফিঙ্গার ও পেন এ কাজ করে। এতে এক সাথে চারজন কাজ করা সম্ভব।


স্মার্টবোর্ডটিতে ডুয়েল অপারেটিং সিস্টেম এন্ড্রয়েড এবং উইন্ডোজ ১০ সাপোর্ট করে।


ডিজিটাল ক্লাসরুমের জন্য এটি একটি অল ইন ওয়ান সল্যুশন যেখানে প্রজেকশনের জন্য আলাদা প্রজেক্টর এবং কম্পিউটারের প্রয়োজন হয় না।


একইভাবে কনফারেন্স অথবা মিটিং রুমের জন্য ইহা একটি সর্বাধুনিক সল্যুশন।


বিবার্তা/উজ্জ্বল/গমেজ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com