শিরোনাম
আইপ্যাডকে টেক্কা দেবে স্যামসাংয়ের গ্যালাক্সি ট্যাব এস৪
প্রকাশ : ০৪ আগস্ট ২০১৮, ১৩:৩২
আইপ্যাডকে টেক্কা দেবে স্যামসাংয়ের গ্যালাক্সি ট্যাব এস৪
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

বাজারে এলো স্যামসাংয়ের গ্যালাক্সি ট্যাব এস৪। প্রিমিয়াম ক্লাস সেগমেন্টে আইপ্যাডকে টেক্কা দেবে স্যামসাংয়ের এই ট্যাবটি।


ডেক্স ইন্টিগ্রেশানসহ গ্যালাক্সি ট্যাবটি উন্মোচন করা হয়েছে। এর ফলে এই ট্যাবলেটে ডেস্কটপের মতো অভিজ্ঞতা পাওয়া যাবে।


এই ট্যাবলেটে ডলবি অ্যাটমস সাউন্ডসহ ব্যবহার হয়েছে একেজি-টিউনড স্পিকার।


লেটেস্ট অ্যান্ড্রয়েড ৮.১ ওরিও অপারেটিং সিস্টেম চালিত স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস৪ এ রয়েছে একটি ১০ দশমিক ৫ ইঞ্চি সুপার ওএলইডি ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৬:৯।


গ্রাহককে ডেস্কটপের মতো অভিজ্ঞতা দেওয়ার জন্য এই ট্যাবলেটের সাথে ডেক্স সাপোর্ট রাখা হয়েছে। এর মাধ্যমে অ্যান্ড্রয়েড অ্যাপগুলিকে ডেস্কটপের মট ব্যবহার করা যাবে।


একটি অ্যাপ থেকে অন্য অ্যাপ এ ড্র্যাগ করে ড্রপ করা বা কি-বোর্ড শর্টকাটের মতো ফিচার যোগ করে হয়েছে এই ট্যাবলেটে। এর সাথেই এস পেন এ ৪০৯৬ টি আলাদা প্রেশান লেভেল রয়েছে।


এতে একটি স্ন্যাপড্রাগন ৮৩৫ চিপসেট ব্যবহার হয়েছে। এর সাথেই থাকবে ৪ জিবি র‍্যাম আর ৬৪ জিবি/২৫৬ জিবি স্টোরেজ।


ট্যাবটির পেছনে একটি ১৩মেগাপিক্সেল আর সামনে একটি ৮মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার হয়েছে। আর ব্যাকআপের জন্য আছে ৭ হাজার ৩০ এমএএইচ ব্যাটারি।


মার্কিন যুক্তরাষ্ট্রে ৬৪ জিবি স্যামসাং গ্যালাক্সি ট্যাবটির দাম ৬৫০ মার্কিন ডলার। ২৫৬ জিবি ভেরিয়েন্টের দাম ৭৫০ মার্কিন ডলার। সূত্র : দ্য ভার্জ


বিবার্তা/উজ্জ্বল/গমেজ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com