শিরোনাম
আধুনিক ইঙ্কজেট প্রিন্টার বাজারে আনল ব্রাদার
প্রকাশ : ১৯ জুলাই ২০১৮, ১৮:৩৮
আধুনিক  ইঙ্কজেট প্রিন্টার বাজারে আনল ব্রাদার
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

আধুনিক ইঙ্কজেট প্রিন্টার বাজারে নিয়ে এলো প্রযুক্তি বিশ্বের পরিচিত ব্র্যান্ড ব্রাদার। মডেলগুলো হলো- ডিসিপি-টি৩১০, ডিসিপি-টি৫১০ডব্লিউ এবং ডিসিপি-টি৭১০ডব্লিউ।


প্রিন্টারগুলো সর্বোচ্চ সাশ্রয়ী ২১ হাজার ৫০০ পেজ ইঙ্কট্যাংক সমৃদ্ধ প্রিন্টার।


দেশের যে কোন ফটোস্টুডিওতে এই প্রিন্টারের প্রয়োজনীয়তা অনেক গুরুত্বপূর্ণ। যে কোন ধরনের ফটোপেপার কিংবা গ্লোসি পেপারে এই প্রিন্টার দিয়ে প্রিন্ট করা যায় অতি সহজেই।


এছাড়াও যেকোন ধরণের সর্টিফিকেট প্রিন্ট করা যায় অনায়াসেই। এই প্রিন্টারে মোট ২টি ট্রে থাকে, উপরি থাকে ম্যানুয়াল ফিড স্লট যা থেকে সর্বোচ্চ ৩০০ জিএসএম পর্যন্ত মোটা কাগজ প্রিন্ট করা যায়। আর নিচে থাকে ১৫০ শিটের ইনপুট ট্রে যা ডকুমেন্ট প্রিন্টে ব্যবহার করা যায়।


অতি সাশ্রয়ীমূল্যে অধিক পরিমাণে প্রিন্ট করার জন্য এই প্রিন্টার বর্তমানে সকল গ্রাহকের নজর কেরেছে। মাত্র ৭২৫ টাকায় ৬৫০০ পর্যন্ত পেজ প্রিন্ট করা যায়। সাথে থাকছে ১ বছরের ওয়ারেন্টি।


প্রিন্টারটি পাওয়া যাচ্ছে গ্লোবালব্র্যান্ড এর যে কোন শাখায় অথবা অনুমোদিত ডিলার হাউজে। আরও বিস্তারিত জানতে যোগাযোগ করা যাবে : ০১৯১৫৪৭৬৩৩০ এবং ০১৯১৫৪৭৬৩৫০ নম্বরে।


বিবার্তা/উজ্জ্বল/গমেজ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com