শিরোনাম
৬ জিবি র‍্যামের ফোন আনছে শাওমি
প্রকাশ : ১৫ জুলাই ২০১৮, ১৬:৩৫
৬ জিবি র‍্যামের ফোন আনছে শাওমি
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

৬ জিবি র‍্যামের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন আনছে চায়নার জনপ্রিয় স্মার্টফোন মেনুফেকচারিং প্রতিষ্ঠান শাওমি। ফোনটির মডেল ‘পোকোফোন এফ ১’।


সম্প্রতি অনলাইনে স্মার্টফোনটির ডিজাইন ও স্পেসিফিকেশন্স ফাঁস করা হয়েছে। স্মার্টফোনটির এফসিসি সার্টিফিকেশন মডেল নম্বর এম১৮০৫এসই১০এ এবং ‘বেরিলিয়াম’ কোড নামের উপর কাজ করছে প্রতিষ্ঠানটি।


অ্যান্ড্রয়েড ৮ দশমিক ১ ওরিও চালিত এই স্মার্টফোনটিতে থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৪৫ চিপসেট যা হতে পারে ২ দশমিক ৮ গিগাহার্জ এর অক্টা-কোর প্রসেসর।


স্মার্টফোনটিতে থাকবে নচযুক্ত বড় সাইজের এলসিডি ডিসপ্লে। এই স্মার্টফোনটিতে শাওমি মি ৮ এর মত বড় একটি নচ রয়েছে যার ফলে ধারণা করা যায়, মি ৮ এর মতো এই স্মার্টফোনটিতে থাকবে থ্রিডি ফেস স্ক্যান প্রযুক্তি।


ছবি তুলার জন্য স্মার্টফোনটিতে থাকছে ডুয়াল রিয়ার ক্যামেরা, তাছাড়া এতে আরও থাকবে এমআইইউআই ৮।


ফোনটিতে থাকছে ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ। চলতি বছরই ভারতে রিলিজ করা হতে পারে স্মার্টফোনটি। সূত্র : শাওমি টুডে ও টেকস্টেশন


বিবার্তা/উজ্জ্বল/গমেজ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com