শিরোনাম
মেলায় মিলছে হালকা গড়নের দুটি ল্যাপটপ
প্রকাশ : ১৪ জুলাই ২০১৮, ১১:২৬
মেলায় মিলছে হালকা গড়নের দুটি ল্যাপটপ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বৃহস্পতিবার থেকে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) চলছে তিনদিনের স্মার্টফোন ও ট্যাব এক্সপো। আজ রাতে শেষ হচ্ছে এই আসর।



স্মার্টফোন ও ট্যাব এক্সপোতে দুটি হালকাপাতলা ল্যাপটপও পাওয়া যাচ্ছে। একটি লেনোভোর, অন্যটি হুয়াওয়ের।


লেনোভোর ল্যাপটপটি চাইলে ট্যাবলেটের মত ব্যবহার করা যাবে। হালকা পাতলা গড়নের ডিভাইসটিতে দেয়া হয়েছে ১০ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে, যা ১০ পয়েন্ট টাচ সমর্থন করে।


উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমে চালিত ডিভাইসটিতে আছে ইন্টেল প্রসেসর, ৪ গিগাবাইট র‌্যাম, ৬৪ গিগাবাইট স্টোরেজ।


এতে বাটনের বদলে কিবোর্ডটিও করা হয়েছে টাচ সমর্থিত। ছবি আঁকা বা অন্যান্য কাজের জন্য কিবোর্ড অংশটিতে পেন ব্য়বহার করা যাবে। অন্তত ১০ ঘন্টা ব্যাটারি লাইফও পাওয়া যাবে। মূল্য রাখা হচ্ছে মাত্র ৪৫ হাজার টাকা।


অন্যদিকে হুয়াওয়ের অত্য়ন্ত হালকা গড়নের ল্যাপটপটিতে রয়েছে ১৩ ইঞ্চি ডিসপ্লের রেজুলেশন ২১৬০পি বা ফুল এইচডির দ্বিগুণ, ইন্টেল কোর আই৭ প্রসেসর, ২৫৬ গিগাবাইট এসএসডি আর ৮ গিগাবাইট পর্যন্ত র‌্যাম।মেলায় এর মূল্য রাখা হচ্ছে ১ লাখ ৫ হাজার ২০০ টাকা।


বিবার্তা/উজ্জ্বল/গমেজ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com